আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
১৮. অধ্যায়ঃ পানাহার সংশ্লিষ্ট বিষয়
হাদীস নং: ৩২৬০
অধ্যায়ঃ পানাহার সংশ্লিষ্ট বিষয়
অতিভোজ ও অহংকারবশত পানাহারে প্রাচুর্য অবলম্বনের প্রতি ভীতি প্রদর্শন
৩২৬০. হযরত লাজলাজ (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ্ (ﷺ)-এর কাছে ইসলামের দীক্ষা গ্রহণ করার পর থেকে পেট পুরে আহার করিনি ও পানও করিনি এবং আমার চলৎশক্তি যাতে রহিত না হয়, সে পরিমাণ পানাহার আমি যথেষ্ট মনে করি।
(তাবারানী ত্রুটিমুক্তি সনদে এবং বায়হাকী বর্ণনা করেন। ইমাম বায়হাকী (র) আরও বাড়িয়ে বলেন: "তিনি (লাজলাজ) একশ বিশ বছর জীবিত ছিলেন। তাঁর জীবনের পঞ্চাশ বছর অতিবাহিত হয় জাহিলিয়া যুগে এবং সত্তর বছর অতিবাহিত হয় ইসলামে।" )
(তাবারানী ত্রুটিমুক্তি সনদে এবং বায়হাকী বর্ণনা করেন। ইমাম বায়হাকী (র) আরও বাড়িয়ে বলেন: "তিনি (লাজলাজ) একশ বিশ বছর জীবিত ছিলেন। তাঁর জীবনের পঞ্চাশ বছর অতিবাহিত হয় জাহিলিয়া যুগে এবং সত্তর বছর অতিবাহিত হয় ইসলামে।" )
كتاب الطعام
التَّرْهِيب من الإمعان فِي الشِّبَع والتوسع فِي المآكل والمشارب شَرها وبطرا
3260- وَعَن اللَّجْلَاج رَضِي الله عَنهُ قَالَ مَا مَلَأت بَطْني طَعَاما مُنْذُ أسلمت مَعَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم آكل حسبي وأشرب حسبي يَعْنِي قوتي
رَوَاهُ الطَّبَرَانِيّ بِإِسْنَاد لَا بَأْس بِهِ وَالْبَيْهَقِيّ
وَزَاد وَكَانَ قد عَاشَ مائَة وَعشْرين سنة خمسين فِي الْجَاهِلِيَّة وَسبعين فِي الْإِسْلَام
رَوَاهُ الطَّبَرَانِيّ بِإِسْنَاد لَا بَأْس بِهِ وَالْبَيْهَقِيّ
وَزَاد وَكَانَ قد عَاشَ مائَة وَعشْرين سنة خمسين فِي الْجَاهِلِيَّة وَسبعين فِي الْإِسْلَام