আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
১৮. অধ্যায়ঃ পানাহার সংশ্লিষ্ট বিষয়
হাদীস নং: ৩২৬১
অধ্যায়ঃ পানাহার সংশ্লিষ্ট বিষয়
অতিভোজ ও অহংকারবশত পানাহারে প্রাচুর্য অবলম্বনের প্রতি ভীতি প্রদর্শন
৩২৬১. হযরত আয়েশা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) আমাকে দেখলেন যে, আমি দৈনিক দু'বেলা আহার করি। তিনি বললেন: হে আয়েশা! তুমি কি চাও যে, তোমার মুখ পানাহারে লিপ্ত থাকুক। কেননা, দৈনিক দু'বেলা আহার করা অপচয়ের শামিল। আল্লাহ্ অপচয়কারীদের ভালবাসেন না।
(বায়হাকী বর্ণিত, তার সনদ সূত্রে ইবনে লাহীয়া নামে একজন রাবী রয়েছেন। তাঁর অন্য বর্ণনায় আছে, তিনি বলেনঃ "হে আয়েশা! দুনিয়া তোমার পেটকে ধরে রাখছে। দৈনিক একবেলার অধিক আহারও অপচয়। আল্লাহ্ অপচয়কারীদের ভালোবাসেন না"।)
(বায়হাকী বর্ণিত, তার সনদ সূত্রে ইবনে লাহীয়া নামে একজন রাবী রয়েছেন। তাঁর অন্য বর্ণনায় আছে, তিনি বলেনঃ "হে আয়েশা! দুনিয়া তোমার পেটকে ধরে রাখছে। দৈনিক একবেলার অধিক আহারও অপচয়। আল্লাহ্ অপচয়কারীদের ভালোবাসেন না"।)
كتاب الطعام
التَّرْهِيب من الإمعان فِي الشِّبَع والتوسع فِي المآكل والمشارب شَرها وبطرا
3261- وَعَن عَائِشَة رَضِي الله عَنْهَا قَالَت رَآنِي رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم وَقد أكلت فِي الْيَوْم مرَّتَيْنِ فَقَالَ يَا عَائِشَة أما تحبين أَن يكون لَك شغل إِلَّا جوفك الْأكل فِي الْيَوْم مرَّتَيْنِ من الْإِسْرَاف وَالله لَا يحب المسرفين
رَوَاهُ الْبَيْهَقِيّ وَفِيه ابْن لَهِيعَة
وَفِي رِوَايَة فَقَالَ يَا عَائِشَة اتَّخذت الدُّنْيَا بَطْنك أَكثر من أَكلَة كل يَوْم سرف وَالله لَا يحب المسرفين
رَوَاهُ الْبَيْهَقِيّ وَفِيه ابْن لَهِيعَة
وَفِي رِوَايَة فَقَالَ يَا عَائِشَة اتَّخذت الدُّنْيَا بَطْنك أَكثر من أَكلَة كل يَوْم سرف وَالله لَا يحب المسرفين