আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
১৮. অধ্যায়ঃ পানাহার সংশ্লিষ্ট বিষয়
হাদীস নং: ৩২৬৬
অধ্যায়ঃ পানাহার সংশ্লিষ্ট বিষয়
অতিভোজ ও অহংকারবশত পানাহারে প্রাচুর্য অবলম্বনের প্রতি ভীতি প্রদর্শন
৩২৬৬. হযরত আমর ইবনে শু‘আয়ব (রা) পর্যায়ক্রমে তাঁর পিতা ও তাঁর দাদার সূত্রে বর্ণনা করেন। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, তোমরা খাও এবং পান কর এবং দান কর যতক্ষণে তা অপব্যয় ও অহংকারের পর্যায়ে না পড়ে।
(নাসাঈ ও ইবনে মাজাহ বর্ণিত। উমার (রা) পর্যন্ত তাঁর বর্ণনাকারীগণ বিশ্বস্ত ও তাঁদের বর্ণনা দলীল হিসেবে গ্রহণ করা যায়।)
(নাসাঈ ও ইবনে মাজাহ বর্ণিত। উমার (রা) পর্যন্ত তাঁর বর্ণনাকারীগণ বিশ্বস্ত ও তাঁদের বর্ণনা দলীল হিসেবে গ্রহণ করা যায়।)
كتاب الطعام
التَّرْهِيب من الإمعان فِي الشِّبَع والتوسع فِي المآكل والمشارب شَرها وبطرا
3266- وَعَن عَمْرو بن شُعَيْب عَن أَبِيه عَن جده قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم كلوا وَاشْرَبُوا وتصدقوا مَا لم يخالطه إِسْرَاف وَلَا مخيلة
رَوَاهُ النَّسَائِيّ وَابْن مَاجَه وَرُوَاته إِلَى عمر ثِقَات يحْتَج بهم فِي الصَّحِيح
رَوَاهُ النَّسَائِيّ وَابْن مَاجَه وَرُوَاته إِلَى عمر ثِقَات يحْتَج بهم فِي الصَّحِيح