আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
১৮. অধ্যায়ঃ পানাহার সংশ্লিষ্ট বিষয়
হাদীস নং: ৩২৬৭
অধ্যায়ঃ পানাহার সংশ্লিষ্ট বিষয়
অতিভোজ ও অহংকারবশত পানাহারে প্রাচুর্য অবলম্বনের প্রতি ভীতি প্রদর্শন
৩২৬৭. হযরত মু'আয ইবনে জাবাল (রা) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ্ (ﷺ) তাঁকে ইয়ামানে প্রেরণের সময় বলেন, নিজকে বিলাসিতা থেকে বাঁচিয়ে রাখবে। কেননা, আল্লাহর (খালিস) বান্দাগণ বিলাসী জীবন যাপন করে না।
(আহমাদ ও বায়হাকী বর্ণিত এবং আহমাদের বর্ণনাকারীগণ বিশ্বস্ত।)
(আহমাদ ও বায়হাকী বর্ণিত এবং আহমাদের বর্ণনাকারীগণ বিশ্বস্ত।)
كتاب الطعام
التَّرْهِيب من الإمعان فِي الشِّبَع والتوسع فِي المآكل والمشارب شَرها وبطرا
3267- وَعَن معَاذ بن جبل رَضِي الله عَنهُ أَن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم لما بعث بِهِ إِلَى الْيمن قَالَ لَهُ إياك والتنعم فَإِن عباد الله لَيْسُوا بالمتنعمين
رَوَاهُ أَحْمد وَالْبَيْهَقِيّ ورواة أَحْمد ثِقَات
رَوَاهُ أَحْمد وَالْبَيْهَقِيّ ورواة أَحْمد ثِقَات