আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

১৯. অধ্যায়ঃ বিচার ব্যবস্থা

হাদীস নং: ৩৩৩০
অধ্যায়ঃ বিচার ব্যবস্থা
মুসলমানের কোন কাজে ন্যায়পরায়ণতার সাথে শাসনভার গ্রহণ করা ইত্যাদির প্রতি অনুপ্রেরণা এবং প্রজাদের প্রতি কঠোরতা আরোপ করা, অত্যাচার করা, প্রতারণা করা, তাদের সাক্ষাৎ না দেওয়া, তাদের প্রয়োজনের সময় দরজা বন্ধ রাখার প্রতি ভীতি প্রদর্শন
৩৩৩০. হযরত বুকায়র ইবনে ওহাব (র) থেকে বর্ণিত। তিনি বলেন, আমাকে আনাস (রা) বলেছেন: আমি তোমাকে এমন একটি হাদীস শোনাব, যা আমি সকলের কাছে বলি না। একদা রাসুলুল্লাহ্ (ﷺ) ঘরের দরজায় দণ্ডায়মান ছিলেন, আর তখন আমরা ঘরের মধ্যে ছিলাম। তখন তিনি বলেন: শাসক হবে কুরায়শদের মধ্য থেকে। তোমাদের উপর আমার কতিপয় দায়িত্ব রয়েছে, যেরূপ তাদের উপর তোমাদের কতিপয় দায়িত্ব রয়েছে। তাদের অনুগ্রহ চাওয়া হলে, তারা যেন অনুগ্রহ করে, অঙ্গীকার করলে তারা যেন তা পূরণ করে। বিচার করলে তারা যেন সুবিচার করে। আর তাদের মধ্যে যে ব্যক্তি তা না করবে, তার প্রতি আল্লাহ্,ফিরিশতা কূল ও সমস্ত মানুষের অভিশাপ।
(আহমাদ (র) উত্তম সনদে নিজ শব্দে, আবু ই'আলা ও তাবারানী বর্ণনা করেছেন।)
كتاب القضاء
ترغيب من ولي شَيْئا من أُمُور الْمُسلمين فِي الْعدْل إِمَامًا كَانَ أَو غَيره وترهيبه أَن يشق على رَعيته أَو يجور أَو يغشهم أَو يحتجب عَنْهُم أَو يغلق بَابه دون حوائجهم
3330- وَعَن بكير بن وهب رَضِي الله عَنهُ قَالَ قَالَ لي أنس أحَدثك حَدِيثا مَا أحدثه كل أحد إِن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم قَامَ على بَاب الْبَيْت وَنحن فِيهِ فَقَالَ الْأَئِمَّة من قُرَيْش إِن لي عَلَيْكُم حَقًا وَلَهُم عَلَيْكُم حَقًا مثل ذَلِك مَا إِن استرحموا رحموا وَإِن عَاهَدُوا وفوا وَإِن حكمُوا عدلوا فَمن لم يفعل ذَلِك مِنْهُم فَعَلَيهِ لعنة الله وَالْمَلَائِكَة وَالنَّاس أَجْمَعِينَ

رَوَاهُ أَحْمد بِإِسْنَاد جيد وَاللَّفْظ لَهُ وَأَبُو يعلى وَالطَّبَرَانِيّ
tahqiqতাহকীক:তাহকীক চলমান