আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

১৯. অধ্যায়ঃ বিচার ব্যবস্থা

হাদীস নং: ৩৩৩১
অধ্যায়ঃ বিচার ব্যবস্থা
মুসলমানের কোন কাজে ন্যায়পরায়ণতার সাথে শাসনভার গ্রহণ করা ইত্যাদির প্রতি অনুপ্রেরণা এবং প্রজাদের প্রতি কঠোরতা আরোপ করা, অত্যাচার করা, প্রতারণা করা, তাদের সাক্ষাৎ না দেওয়া, তাদের প্রয়োজনের সময় দরজা বন্ধ রাখার প্রতি ভীতি প্রদর্শন
৩৩৩১. হযরত সায়্যার ইব্‌ন সালামা আবু মিনহাল (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি আমার পিতার সাথে আবূ বারযা (রা)-এর নিকট গেলাম। তখন আমি ছিলাম একজন যুবক এবং আমার দুই কানে গহনা ছিল। তিনি বলেন, নবী বলেছেন। শাসক হবে কুরায়শদের মধ্য থেকে, যতক্ষণে তারা তিনটি কাজ করবে- এই কথাটি তিনি তিনবার বলেন। কাজ তিনটি হল। ১. যতদিন তারা নিষ্ঠার সাথে সুবিচার করবে, ২. তাদের কাছে দয়া চাওয়া হলে দয়া করবে এবং ৩. অঙ্গীকার করলে তা পূরণ করবে। যে ব্যক্তি তা করবে না, তার প্রতি আল্লাহ্, ফিরিশতাকুল ও সমস্ত মানুষের অভিশাপ বর্ষিত হবে।
(আহমাদ (র) বর্ণিত তার বর্ণনাকারীগণের বর্ণনা সহীহ। বাযযার ও আবু ই'আলা নিজ শব্দে বর্ণনা করেন।)
كتاب القضاء
ترغيب من ولي شَيْئا من أُمُور الْمُسلمين فِي الْعدْل إِمَامًا كَانَ أَو غَيره وترهيبه أَن يشق على رَعيته أَو يجور أَو يغشهم أَو يحتجب عَنْهُم أَو يغلق بَابه دون حوائجهم
3331- وَعَن سيار بن سَلامَة أبي الْمنْهَال رَضِي الله عَنهُ قَالَ دخلت مَعَ أبي على أبي بَرزَة وَإِن فِي أُذُنِي لقرطين وَأَنا غُلَام قَالَ قَالَ صلى الله عَلَيْهِ وَسلم الْأُمَرَاء من قُرَيْش ثَلَاثًا مَا فعلوا ثَلَاثًا مَا حكمُوا فعدلوا واسترحموا فرحموا وعاهدوا فوفوا فَمن لم يفعل ذَلِك مِنْهُم فَعَلَيهِ لعنة الله وَالْمَلَائِكَة وَالنَّاس أَجْمَعِينَ

رَوَاهُ أَحْمد وَرُوَاته ثِقَات وَالْبَزَّار وَأَبُو يعلى بنصه
tahqiqতাহকীক:তাহকীক চলমান