আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

১৯. অধ্যায়ঃ বিচার ব্যবস্থা

হাদীস নং: ৩৩৬০
অধ্যায়ঃ বিচার ব্যবস্থা
মুসলমানের কোন কাজে ন্যায়পরায়ণতার সাথে শাসনভার গ্রহণ করা ইত্যাদির প্রতি অনুপ্রেরণা এবং প্রজাদের প্রতি কঠোরতা আরোপ করা, অত্যাচার করা, প্রতারণা করা, তাদের সাক্ষাৎ না দেওয়া, তাদের প্রয়োজনের সময় দরজা বন্ধ রাখার প্রতি ভীতি প্রদর্শন
৩৩৬০. হযরত আবূ জুহায়ফা (রা) থেকে বর্ণিত। মু'আবিয়া ইবনে আবু সুফিয়ান (রা) একবার একদল লোককে বিভিন্ন কাজের দায়িত্ব দিয়ে পাঠান। এরপর আবু দাহদাহ নামে এক ব্যক্তি ফিরে আসে। মু'আবিয়া (রা) তাকে বলেন: তুমি কি বের হওনি? সে বলল: হাঁ, তবে আমি আপনাকে একটি হাদীস শোনাতে চাই, যেন আপনি আমার কাছে (কিয়ামতের দিন প্রতিপক্ষ হিসেবে) উপস্থিত না হন। আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে বলতে শুনেছি: হে সাহাবাগণ! তোমাদের মধ্যকার কেউ যদি শাসক নিযুক্ত হয়, এরপর সে মুসলমাদের প্রয়োজন মেটানো হতে বিরত থাকে, আল্লাহ তাকে জান্নাতে প্রবেশে বাধা দিবেন। যার চিন্তাধারা কেবল দুনিয়াকে ঘিরে অবর্তিত, আল্লাহ তার প্রতি আমার নৈকট্য লাভ হারাম করে দিয়েছেন। কেননা, আমি দুনিয়া বিমুখরূপে প্রেরিত হয়েছি এবং আমি দুনিয়া সাজানোর জন্য আসিনি।
(তাবারানী জাবরূন ইবনে ঈসা ব্যতীত বাকী বর্ণনাসূত্র বিশ্বস্ত রাবীদের সূত্রে বর্ণিত। কেননা, উক্ত বর্ণনাকারীর ভালমন্দ কোন বিষয় আমার জানা নেই। আল্লাহ সর্বজ্ঞ।)
كتاب القضاء
ترغيب من ولي شَيْئا من أُمُور الْمُسلمين فِي الْعدْل إِمَامًا كَانَ أَو غَيره وترهيبه أَن يشق على رَعيته أَو يجور أَو يغشهم أَو يحتجب عَنْهُم أَو يغلق بَابه دون حوائجهم
3360- وَعَن أبي جُحَيْفَة أَن مُعَاوِيَة بن أبي سُفْيَان رَضِي الله عَنهُ ضرب على النَّاس بعثا فَخَرجُوا
فَرجع أَبُو الدحداح فَقَالَ لَهُ مُعَاوِيَة ألم تكن خرجت قَالَ بلَى وَلَكِن سَمِعت من رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم حَدِيثا أَحْبَبْت أَن أَضَعهُ عنْدك مَخَافَة أَن لَا تَلقانِي سَمِعت رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم يَقُول يَا أَيهَا النَّاس من ولي عَلَيْكُم عملا فحجب بَابه عَن ذِي حَاجَة الْمُسلمين حجبه الله أَن يلج بَاب الْجنَّة وَمن كَانَت همته الدُّنْيَا حرم الله عَلَيْهِ جواري فَإِنِّي بعثت بخراب الدُّنْيَا وَلم أبْعث بعمارتها
رَوَاهُ الطَّبَرَانِيّ وَرُوَاته ثِقَات إِلَّا شَيْخه جبرون بن عِيسَى فَإِنِّي لم أَقف فِيهِ على جرح وَلَا تَعْدِيل وَالله أعلم بِهِ
tahqiqতাহকীক:তাহকীক চলমান