আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

১৯. অধ্যায়ঃ বিচার ব্যবস্থা

হাদীস নং: ৩৩৬১
অধ্যায়ঃ বিচার ব্যবস্থা
প্রজাদের মধ্যে উত্তম ব্যক্তি থাকা সত্ত্বেও অন্য ব্যক্তির মুসলমানের শাসক নিযুক্ত হওয়ার প্রতি ভীতি প্রদর্শন
৩৩৬১. হযরত ইবনে আব্বাস (রা) থেকে বর্ণিত তিনি বলেন: রাসুলুল্লাহ (ﷺ) বলেছেন: কোন কাওমের মধ্যে সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তি থাকা সত্ত্বেও যে ব্যক্তি স্বীয় আত্মীয়কে শাসক নিযুক্ত করে, সে আল্লাহ্, তাঁর রাসূল ও মুসলমানদের আমানতের খিয়ানত করে।
(হাকিম (র) হুসায়ন ইবনে কায়স থেকে। তিনি ইকরিমা থেকে বর্ণনা করেন। তিনি (হাকিম) বলেনঃ হাদীসটির সনদসূত্র বিশুদ্ধ।
[হাফিয মুনযিরী (র) বলেন, হুসাইনের প্রকৃত নাম হানাশ। তিনি একজন অপরিচিত লোক। পেছনের অনুচ্ছেদে তার বিবরণ অতিবাহিত হয়েছে।)
كتاب القضاء
ترهيب من ولي شَيْئا من أُمُور الْمُسلمين أَن يولي عَلَيْهِم رجلا وَفِي رَعيته خير فِيهِ
3361- عَن ابْن عَبَّاس رَضِي الله عَنْهُمَا قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم من اسْتعْمل رجلا من عِصَابَة وَفِيهِمْ من هُوَ أرْضى لله مِنْهُ فقد خَان الله وَرَسُوله وَالْمُؤمنِينَ

رَوَاهُ الْحَاكِم من طَرِيق حُسَيْن بن قيس عَن عِكْرِمَة عَنهُ وَقَالَ صَحِيح الْإِسْنَاد

قَالَ الْحَافِظ حُسَيْن هَذَا هُوَ حَنش واه وَتقدم فِي الْبَاب قبله
tahqiqতাহকীক:তাহকীক চলমান
আত্-তারগীব ওয়াত্-তারহীব - হাদীস নং ৩৩৬১ | মুসলিম বাংলা