আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
১৯. অধ্যায়ঃ বিচার ব্যবস্থা
হাদীস নং: ৩৩৬৩
অধ্যায়ঃ বিচার ব্যবস্থা
ঘুষখোর, ঘুষদাতা এবং তাদের মধ্যকার সময়ন্বকারীর প্রতি ভীতি প্রদর্শন
৩৩৬৩. হযরত আবদুল্লাহ ইবনে আমর (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) ঘুষ খোর ও ঘুষদাতার
প্রতি লা'নত করেছেন।
(আবু দাউদ ও তিরমিযী বর্ণিত। ইমাম তিরমিযী বলেন: হাদীসটি হাসান-সহীহ এবং ইবনে মাজাহ বর্ণিত। তবে তার (ইবনে মাজা)। বর্ণনা এরূপঃ ঘুষখোর ও মুযদাতার প্রতি আল্লাহর লা'নত"। ইবনে হিব্বানের সহীহ গ্রন্থ ও হাকিম বর্ণিত। তিনি (হাকিম) বলেন: হাদীসটির সনদ সহীহ।)
প্রতি লা'নত করেছেন।
(আবু দাউদ ও তিরমিযী বর্ণিত। ইমাম তিরমিযী বলেন: হাদীসটি হাসান-সহীহ এবং ইবনে মাজাহ বর্ণিত। তবে তার (ইবনে মাজা)। বর্ণনা এরূপঃ ঘুষখোর ও মুযদাতার প্রতি আল্লাহর লা'নত"। ইবনে হিব্বানের সহীহ গ্রন্থ ও হাকিম বর্ণিত। তিনি (হাকিম) বলেন: হাদীসটির সনদ সহীহ।)
كتاب القضاء
ترهيب الراشي والمرتشي والساعي بَينهمَا
3363- عَن عبد الله بن عَمْرو رَضِي الله عَنْهُمَا قَالَ لعن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم الراشي والمرتشي
رَوَاهُ أَبُو دَاوُد وَالتِّرْمِذِيّ وَقَالَ حَدِيث حسن صَحِيح
وَابْن مَاجَه وَلَفظه قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم لعنة الله على الراشي والمرتشي
وَابْن حبَان فِي صَحِيحه وَالْحَاكِم وَقَالَ صَحِيح الْإِسْنَاد
رَوَاهُ أَبُو دَاوُد وَالتِّرْمِذِيّ وَقَالَ حَدِيث حسن صَحِيح
وَابْن مَاجَه وَلَفظه قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم لعنة الله على الراشي والمرتشي
وَابْن حبَان فِي صَحِيحه وَالْحَاكِم وَقَالَ صَحِيح الْإِسْنَاد