আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

১৯. অধ্যায়ঃ বিচার ব্যবস্থা

হাদীস নং: ৩৩৬২
অধ্যায়ঃ বিচার ব্যবস্থা
প্রজাদের মধ্যে উত্তম ব্যক্তি থাকা সত্ত্বেও অন্য ব্যক্তির মুসলমানের শাসক নিযুক্ত হওয়ার প্রতি ভীতি প্রদর্শন
৩৩৬২. হযরত ইয়াযীদ ইবনে আবু সুফিয়ান (র) থেকে বর্ণিত। তিনি বলেন, আবু বকর সিদ্দীক (রা) যখন আমাকে সিরিয়ার গভর্নর করে পাঠান, তখন তিনি আমাকে এই মর্মে উপদেশ দেন যে, হে ইয়াযীদ! তোমার কিছু সংখ্যক নিকটাত্মীয় আছে, সম্ভবত তুমি তাদেরকে প্রশাসক নিয়োগের ব্যাপারে অগ্রাধিকার দেবে। রাসুলুল্লাহ্ (ﷺ)-এর বর্ণিত হাদীসের ব্যাপারে তোমার সম্পর্কে আমি এ ভয় করি যে, তিনি বলেছেনঃ যে ব্যক্তি মুসলমানদের শাসক নিযুক্ত হয়। এরপর সে তাদের জন্য অযোগ্য লোককে আমীর নিযুক্ত করে, তার প্রতি আল্লাহর লা'নত। আল্লাহ্ তার নফল ফরয কোন ইবাদত কবুল করবেন না। এমন কি তিনি তাকে জাহান্নামে প্রবেশ করাবেন।
(হাকিম বর্ণিত। তিনি বলেনঃ হাদীসটির সনদ সহীহ্।
[হাফিয মুনযিরী (র) বলেনঃ বাকর ইবনে খুনায়স সম্পর্কে সামনে বর্ণনা আসবে। আহমাদ (র)-এর বর্ণনা সূত্রে একজন অজ্ঞাত নামা রাবী রয়েছেন, যার নাম উল্লেখ করা হয়নি।)
كتاب القضاء
ترهيب من ولي شَيْئا من أُمُور الْمُسلمين أَن يولي عَلَيْهِم رجلا وَفِي رَعيته خير فِيهِ
3362- وَعَن يزِيد بن أبي سُفْيَان قَالَ قَالَ لي أَبُو بكر الصّديق رَضِي الله عَنهُ حِين بَعَثَنِي إِلَى الشَّام يَا يزِيد إِن لَك قرَابَة عَسَيْت أَن تؤثرهم بالإمارة وَذَلِكَ أَكثر مَا أَخَاف عَلَيْك بَعْدَمَا قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم من ولي من أَمر الْمُسلمين شَيْئا فَأمر عَلَيْهِم أحدا مُحَابَاة فَعَلَيهِ لعنة الله لَا يقبل الله مِنْهُ صرفا وَلَا عدلا حَتَّى يدْخلهُ جَهَنَّم

رَوَاهُ الْحَاكِم وَقَالَ صَحِيح الْإِسْنَاد

قَالَ الْحَافِظ فِيهِ بكر بن خُنَيْس يَأْتِي الْكَلَام عَلَيْهِ وَرَوَاهُ أَحْمد بِاخْتِصَار وَفِي إِسْنَاده رجل لم يسم
tahqiqতাহকীক:তাহকীক চলমান
আত্-তারগীব ওয়াত্-তারহীব - হাদীস নং ৩৩৬২ | মুসলিম বাংলা