আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

১৯. অধ্যায়ঃ বিচার ব্যবস্থা

হাদীস নং: ৩৩৬৫
অধ্যায়ঃ বিচার ব্যবস্থা
ঘুষখোর, ঘুষদাতা এবং তাদের মধ্যকার সময়ন্বকারীর প্রতি ভীতি প্রদর্শন
৩৩৬৫. হযরত আমর ইবনে আস (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসুলুল্লাহ (ﷺ)-কে বলতে শুনেছিঃ যে জাতির মধ্যে সুদ ব্যাপকভাবে প্রসার লাভ করবে, তাদের উপর দুর্ভিক্ষ চাপিয়ে দেওয়া হবে। যে জাতির মধ্যে ঘুষ ব্যাপাক প্রসার লাভ করবে, তাদের অন্তরে ভীতি সঞ্চার করে দেওয়া হবে।
(আহমাদ (র) সমালোচিত সনদসূত্রে বর্ণনা করে না।)
كتاب القضاء
ترهيب الراشي والمرتشي والساعي بَينهمَا
3365- وَعَن عَمْرو بن الْعَاصِ رَضِي الله عَنْهُمَا قَالَ سَمِعت رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم يَقُول مَا من قوم يظْهر فيهم الرِّبَا إِلَّا أخذُوا بِالسنةِ وَمَا من قوم يظْهر فيهم الرشا إِلَّا أخذُوا بِالرُّعْبِ

رَوَاهُ أَحْمد بِإِسْنَاد فِيهِ نظر
tahqiqতাহকীক:তাহকীক চলমান
আত্-তারগীব ওয়াত্-তারহীব - হাদীস নং ৩৩৬৫ | মুসলিম বাংলা