আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

১৯. অধ্যায়ঃ বিচার ব্যবস্থা

হাদীস নং: ৩৩৬৬
অধ্যায়ঃ বিচার ব্যবস্থা
ঘুষখোর, ঘুষদাতা এবং তাদের মধ্যকার সময়ন্বকারীর প্রতি ভীতি প্রদর্শন
৩৩৬৬. হযরত আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) ঘুষখোর ও ঘুষদাতা উভয়কে একই বিধানের অন্তর্ভুক্ত করেছেন।
(তিরমিযী বর্ণিত। তার মতে সনদ সূত্র হাসান, ইবনে হিব্বানের সহীহ গ্রন্থ ও হাকিম বর্ণিত। ইমাম হাকিম (র) তার বর্ণনায় الرائش বাড়িয়ে বলেছেন অর্থাৎ সে যে দু'জনের মধ্যকার সমন্বয়কারী।)
كتاب القضاء
ترهيب الراشي والمرتشي والساعي بَينهمَا
3366- وَعَن أبي هُرَيْرَة رَضِي الله عَنهُ قَالَ لعن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم الراشي والمرتشي فِي الحكم

رَوَاهُ التِّرْمِذِيّ وَحسنه وَابْن حبَان فِي صَحِيحه وَالْحَاكِم وَزَادُوا والرائش يَعْنِي الَّذِي يسْعَى بَينهمَا
tahqiqতাহকীক:তাহকীক চলমান
আত্-তারগীব ওয়াত্-তারহীব - হাদীস নং ৩৩৬৬ | মুসলিম বাংলা