আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

১৯. অধ্যায়ঃ বিচার ব্যবস্থা

হাদীস নং: ৩৩৬৯
অধ্যায়ঃ বিচার ব্যবস্থা
ঘুষখোর, ঘুষদাতা এবং তাদের মধ্যকার সময়ন্বকারীর প্রতি ভীতি প্রদর্শন
৩৩৬৯. হযরত ইবনে আব্বাস (রা) থেকে মারফু' সনদে বর্ণিত। নবী (ﷺ) বলেছেন: যে ব্যক্তি কোন কাওমের শাসক নিযুক্ত হয়, এরপর সে তাদের উপর পসন্দ অথবা অপসন্দভাবে শাসনকার্য পরিচালনা করে, তাকে হাতে বেড়ি পরানো অবস্থায় উপস্থিত করা হবে। যদি সে ন্যায়পরায়ণ সাব্যস্ত হয়। ঘুষদাতা না হয়, অন্যায় বিধান কার্যকর না করে, আল্লাহ তাকে বন্ধনমুক্ত করে দেবেন। আর যদি সে আল্লাহর আইন পরিপন্থী বিধান প্রবর্তন করে, ঘুষের লেনদেন করে এবং আল্লাহদ্রোহী কাজ করে, তবে তার বাম হাত ডান হাতের সাথে বেঁধে দেয়া হবে। পরে তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। পাঁচশ বছর অতিক্রান্ত হলেও সে জাহান্নামের (গভীরতার দরুন) নিম্নদেশে পৌঁছতে পারবে না।
(হাকিম (র) সাদান ইবনে ওয়ালিদ হতে। তিনি আতা সূত্রে বর্ণনা করেন। তিনি বলেন, হাসান ইবনে বিশর বাজালী তাঁর থেকে শুনেছেন। সাদান ইবনে ওয়ালীদ বাজালী কুফার অধিবাসী এবং অল্প সংখ্যক হাদীস বর্ণনাকারী। ইমাম বুখারী ও মুসলিম তাঁর থেকে হাদীস বর্ণনা করেন নি।)
كتاب القضاء
ترهيب الراشي والمرتشي والساعي بَينهمَا
3369- وَعَن ابْن عَبَّاس رَضِي الله عَنْهُمَا مَرْفُوعا أَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم قَالَ من ولي عشرَة فَحكم بَينهم بِمَا أَحبُّوا أَو بِمَا كَرهُوا جِيءَ بِهِ مغلولة يَده فَإِن عدل وَلم يرتش وَلم يحف فك الله عَنهُ وَإِن حكم بِغَيْر مَا أنزل الله وارتشى وحابى فِيهِ شدت يسَاره إِلَى يَمِينه ثمَّ رمي بِهِ فِي جَهَنَّم فَلم يبلغ قعرها خَمْسمِائَة عَام

رَوَاهُ الْحَاكِم عَن سَعْدَان بن الْوَلِيد عَن عَطاء عَنهُ وَقَالَ سَمعه الْحسن بن بشير البَجلِيّ مِنْهُ وسعدان بن الْوَلِيد البَجلِيّ الْكُوفِي قَلِيل الحَدِيث لم يخرجَا عَنهُ
tahqiqতাহকীক:তাহকীক চলমান
আত্-তারগীব ওয়াত্-তারহীব - হাদীস নং ৩৩৬৯ | মুসলিম বাংলা