আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
১৯. অধ্যায়ঃ বিচার ব্যবস্থা
হাদীস নং: ৩৩৬৮
অধ্যায়ঃ বিচার ব্যবস্থা
ঘুষখোর, ঘুষদাতা এবং তাদের মধ্যকার সময়ন্বকারীর প্রতি ভীতি প্রদর্শন
৩৩৬৮. হযরত উম্মু সালামা (রা) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ্ (ﷺ) ঘুষ খোর ও ঘুষদাতাকে লা'নতের ব্যাপারে একই বিধানের অন্তুর্ভুক্ত করেছেন।
(তাবারানী উত্তম সনদে বর্ণনা করেছেন।)
(তাবারানী উত্তম সনদে বর্ণনা করেছেন।)
كتاب القضاء
ترهيب الراشي والمرتشي والساعي بَينهمَا
3368- وَعَن أم سَلمَة رَضِي الله عَنْهُمَا أَن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم قَالَ لعن الله الراشي والمرتشي فِي الحكم
رَوَاهُ الطَّبَرَانِيّ بِإِسْنَاد جيد
رَوَاهُ الطَّبَرَانِيّ بِإِسْنَاد جيد