আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

১৯. অধ্যায়ঃ বিচার ব্যবস্থা

হাদীস নং: ৩৩৯৭
অধ্যায়ঃ বিচার ব্যবস্থা
যুলম করা, মাযলূমের বদ্ দু'আ ও মাযলুমকে লাঞ্ছিত করার প্রতি ভীতি প্রদর্শন এবং তাকে সাহায্য করার প্রতি অনুপ্রেরণা
৩৩৯৭. মুহাম্মাদ ইবনে ইয়াহ্ইয়া ইবনে হামযা (র) থেকে বর্ণিত। তিনি বলেন, আমীরুল মু'মিনীন মাহদী এই মর্মে আমার নিকট পত্র লেখেন যে, আমি যেন প্রশাসনিক ব্যাপারে কঠোর হই। তিনি তার পত্রে (এভাবে হাদীসের উদ্ধৃতি দিয়ে) বলেন: আমার নিকট আমার পিতা, তিনি তাঁর পিতা হতে, তিনি ইবনে আব্বাস (রা) হতে বর্ণনা করেন। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেন, আল্লাহ তা'আলা বলেছেন: আমার সম্মান ও প্রতিপত্তির শপথ! অবশ্যই আমি ইহকাল ও পরকালে যালিমকে কঠিন শাস্তি দেব। (অনুরূপ) আমি ঐ ব্যক্তিকেও কঠিন শাস্তি দেব, যে ব্যক্তি মাযলূমের সাহায্য করার সামর্থ্য থাকা সত্ত্বেও সাহায্য করেনি।
(আবু শায়খ (র) আহমাদ ইবনে মুহাম্মাদ ইবনে ইয়াহইয়া সূত্রে হাদীসটি বর্ণনা করেন এবং তার পিতা হতে বর্ণিত। এ পর্যায়ে হাদীসটির সনদসূত্র সমালোচিত। মাহদীর দাদা বলেন, মুহাম্মাদ ইবনে আলী ইবনে আবদুল্লাহ্ ইবনে আব্বাস। সুতরাং মুহাম্মাদ থেকে ইবনে আব্বাসের বর্ণনাটি মুরসাল। আল্লাহ সর্বজ্ঞ।)
كتاب القضاء
التَّرْهِيب من الظُّلم وَدُعَاء الْمَظْلُوم وخذله وَالتَّرْغِيب فِي نصرته
3397- وَعَن مُحَمَّد بن يحيى بن حَمْزَة قَالَ كتب إِلَيّ الْمهْدي أَمِير الْمُؤمنِينَ وَأَمرَنِي أَن أَصْلَب فِي الحكم وَقَالَ فِي كِتَابه حَدثنِي أبي عَن أَبِيه عَن ابْن عَبَّاس رَضِي الله عَنْهُمَا قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم قَالَ الله تبَارك وَتَعَالَى وَعِزَّتِي وَجَلَالِي لأنتقمن من الظَّالِم فِي عاجله وآجله ولأنتقمن مِمَّن رأى مَظْلُوما فَقدر أَن ينصره فَلم يفعل

رَوَاهُ أَبُو الشَّيْخ أَيْضا فِيهِ من رِوَايَة أَحْمد بن مُحَمَّد بن يحيى وَفِيه نظر
عَن أَبِيه وجد الْمهْدي هُوَ مُحَمَّد بن عَليّ بن عبد الله بن عَبَّاس وَرِوَايَته عَن ابْن عَبَّاس مُرْسلَة وَالله أعلم
tahqiqতাহকীক:তাহকীক চলমান
আত্-তারগীব ওয়াত্-তারহীব - হাদীস নং ৩৩৯৭ | মুসলিম বাংলা