আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

১৯. অধ্যায়ঃ বিচার ব্যবস্থা

হাদীস নং: ৩৩৯৬
অধ্যায়ঃ বিচার ব্যবস্থা
যুলম করা, মাযলূমের বদ্ দু'আ ও মাযলুমকে লাঞ্ছিত করার প্রতি ভীতি প্রদর্শন এবং তাকে সাহায্য করার প্রতি অনুপ্রেরণা
৩৩৯৬. হযরত আবদুল্লাহ ইবনে মাসউদ (রা) সূত্রে নবী (ﷺ) থেকে বর্ণিত। তিনি বলেছেন: আল্লাহর কোন বান্দাকে কবরে একশ' বেত্রাঘাত দেওয়ার হুকুম দেয়া হয়েছিল। এরপর তার ফরীয়াদ ও প্রার্থনায় একশটি বেতাঘাত একটিতে পরিণত হল। পরে তার কবর আগুনে ভরে যায়। যখন আগুন চলে গেল এবং সে চেতনা ফিরে পেল, সে বলল: কি অপরাধে তোমরা আমাকে বেত্রাঘাত করছ? জবাবে (ফিরিশতা) বলল: তুমি বিনা উযুতে সালাত আদায় করতে এবং (দ্বিতীয়) তুমি কোন মাযলুমের নিকট দিয়ে পথ চলার সময় তোমার সামর্থ্য থাকা সত্ত্বেও তাকে সাহায্য করতে না।
(আবু শায়খ ইবনে হিব্বান তাঁর কিতাবুত তাওবীখে এ হাদীসটি বর্ণনা করেন।)
كتاب القضاء
التَّرْهِيب من الظُّلم وَدُعَاء الْمَظْلُوم وخذله وَالتَّرْغِيب فِي نصرته
3396- وَرُوِيَ عَن عبد الله يَعْنِي ابْن مَسْعُود رَضِي الله عَنهُ عَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم قَالَ أَمر بِعَبْد من عباد الله يضْرب فِي قَبره مائَة جلدَة فَلم يزل يسْأَل وَيَدْعُو حَتَّى صَارَت جلدَة وَاحِدَة فَامْتَلَأَ قَبره عَلَيْهِ نَارا فَلَمَّا ارْتَفع عَنهُ وأفاق قَالَ علام جلدتموني قَالَ إِنَّك صليت صَلَاة بِغَيْر طهُور ومررت على مظلوم فَلم تنصره

رَوَاهُ أَبُو الشَّيْخ ابْن حبَان فِي كتاب التوبيخ
tahqiqতাহকীক:তাহকীক চলমান
আত্-তারগীব ওয়াত্-তারহীব - হাদীস নং ৩৩৯৬ | মুসলিম বাংলা