আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

১৯. অধ্যায়ঃ বিচার ব্যবস্থা

হাদীস নং: ৩৪০১
অধ্যায়ঃ বিচার ব্যবস্থা
যালিমের ভীতির ক্ষেত্রে পঠিতব্য দু'আর প্রতি অনুপ্রেরণা
৩৪০১. হযরত ইবনে আব্বাস (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, যখন তুমি এমন কোন শাসকের নিকট যাও, যাকে দেখলে ভীতির সঞ্চার হয় তখন তুমি তার পক্ষ থেকে আক্রান্ত হওয়ার ভয় করলে নিম্নোক্ত দু'আ তিনবার পাঠ করবে:
«اللَّهُ أَكْبَرُ، اللَّهُ أَعَزُّ مِنْ خَلْقِهِ جَمِيعًا، اللَّهُ أَعَزُّ مِمَّا أَخَافُ وَأَحْذَرُ، أَعُوذُ بِاللَّهِ الَّذِي لَا إِلَهَ إِلَّا هُوَ الْمُمْسِكُ السَّمَاوَاتِ السَّبْعِ أَنْ يَقَعْنَ عَلَى الْأَرْضِ إِلَّا بِإِذْنِهِ، مِنْ شَرِّ عَبْدِكَ فُلَانٍ وَجُنُودِهِ وَأَتْبَاعِهِ وَأَشْيَاعِهِ مِنَ الْجِنِّ وَالْإِنْسِ، اللَّهُمَّ كُنْ لِي جَارًا مِنْ شَرِّهِمْ، جَلَّ ثَنَاؤُكَ وَعَزَّ جَارُكَ وَتَبَارَكَ اسْمُكَ، وَلَا إِلَهَ غَيْرُكَ»
"আল্লাহ মহান, আল্লাহ যাবতীয় সৃষ্টির উপর ক্ষমতাবান, আমি যার ব্যাপারে ভীত-সন্ত্রস্ত, তিনি তার প্রতিও ক্ষমতা রাখেন। আমি এমন মহান সত্তার নিকট আশ্রয় প্রার্থনা করছি, যিনি তার হুকুম ব্যতীত আসমান যমীনের উপর পতিত হওয়া থেকে বারণ রেখেছেন, (আমি আশ্রয় প্রার্থনা করছি) তোমার অমুক বান্দা, তার সেনাবাহিনী, অনুসারী, তার দল হতে চাই সে জিন হোক কি ইনসান। (হে আল্লাহ্! তুমি তাদের যাবতীয় অনিষ্ট হতে আমার আশ্রয়দাতা হও। তোমার প্রশংসা মহান, তোমার আশ্রয় সুরক্ষিত, তোমার নাম কল্যাণময়, তুমি ব্যতীত কোন ইলাহ নেই"।
(ইবনে আবু শায়বা উক্ত হাদীসটি মাওকুফ সূত্রে বর্ণনা করেন। শব্দের দিক থেকে হাদীসটি পূর্ণাঙ্গ। তাবারানী বর্ণিত। তবে তাবারানীর বর্ণনায় ثلاث مرات (তিনবার) শব্দটির উল্লেখ নেই। তথাপিও তার বর্ণনা সূত্র দলীলরূপে বিশুদ্ধ।)
كتاب القضاء
التَّرْغِيب فِي كَلِمَات يقولهن من خَافَ ظَالِما
3401- وَعَن ابْن عَبَّاس رَضِي الله عَنْهُمَا قَالَ إِذا أتيت سُلْطَانا مهيبا تخَاف أَن يَسْطُو بك فَقل الله أكبر
الله أعز من خلقه جَمِيعًا
الله أعز مِمَّا أَخَاف وَأحذر
أعوذ بِاللَّه الَّذِي لَا إِلَه إِلَّا هُوَ الممسك السَّمَوَات أَن يقعن على الأَرْض إِلَّا بِإِذْنِهِ من شَرّ عَبدك فلَان وَجُنُوده وَأَتْبَاعه وأشياعه من الْجِنّ وَالْإِنْس
اللَّهُمَّ كن لي جارا من شرهم جلّ ثناؤك وَعز جَارك وتبارك اسْمك وَلَا إِلَه غَيْرك ثَلَاث مَرَّات

رَوَاهُ ابْن أبي شيبَة مَوْقُوفا وَهَذَا لَفظه وَهُوَ أتم وَرَوَاهُ الطَّبَرَانِيّ وَلَيْسَ عِنْده ثَلَاث مَرَّات وَرِجَاله مُحْتَج بهم فِي الصَّحِيح
tahqiqতাহকীক:তাহকীক চলমান
আত্-তারগীব ওয়াত্-তারহীব - হাদীস নং ৩৪০১ | মুসলিম বাংলা