আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

১৯. অধ্যায়ঃ বিচার ব্যবস্থা

হাদীস নং: ৩৪০২
অধ্যায়ঃ বিচার ব্যবস্থা
যালিমের ভীতির ক্ষেত্রে পঠিতব্য দু'আর প্রতি অনুপ্রেরণা
৩৪০২. হযরত আবু মিজলায লাহিক ইবনে হুমায়দ (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, কোন ব্যক্তি যালিম শাসককে ভয় করলে নিম্নোক্ত দু'আ পাঠ করবে।
«رَضِيتُ بِاللَّهِ رَبًّا، وَبِالْإِسْلَامِ دِينًا، وَبِمُحَمَّدٍ نَبِيًّا، وَبِالْقُرْآنِ حَكَمًا وَإِمَامًا، أَنْجَاهُ اللَّهُ مِنْهُ»
"আমি আল্লাহকে আমার রব হিসেবে, ইসলামকে দীন হিসেবে, মুহাম্মাদ (ﷺ)-কে নবী হিসেবে, কুরআনকে বিধান ও ইমাম হিসেবে মেনে নিতে সন্তুষ্ট।" এতে আল্লাহ তাকে তার ক্ষতি থেকে রক্ষা করবেন।
(ইবনে আবু শায়বা মাওকুফ সূত্রে হাদীসটি বর্ণনা করেন। তবে তিনি (আবু মিজলায) একজন বিশ্বস্ত রাবী।)
كتاب القضاء
التَّرْغِيب فِي كَلِمَات يقولهن من خَافَ ظَالِما
3402- وَعَن أبي مجلز واسْمه لَاحق بن حميد رَضِي الله عَنهُ قَالَ من خَافَ من أَمِير ظلما فَقَالَ رضيت بِاللَّه رَبًّا وَبِالْإِسْلَامِ دينا وَبِمُحَمَّدٍ صلى الله عَلَيْهِ وَسلم نَبيا وَبِالْقُرْآنِ حكما وإماما نجاه الله مِنْهُ

رَوَاهُ ابْن أبي شيبَة مَوْقُوفا عَلَيْهِ وَهُوَ تَابِعِيّ ثِقَة
tahqiqতাহকীক:তাহকীক চলমান
আত্-তারগীব ওয়াত্-তারহীব - হাদীস নং ৩৪০২ | মুসলিম বাংলা