আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
১৯. অধ্যায়ঃ বিচার ব্যবস্থা
হাদীস নং: ৩৪১৬
অধ্যায়ঃ বিচার ব্যবস্থা
আল্লাহর বিধান সম্বলিত কাজ ইত্যাদিতে কোন অন্যায়কারীর সহযোগিতা ও সহানুভূতি এবং নিষিদ্ধ কাজ সুপারিশ করার প্রতি ভীতি প্রদর্শন
৩৪১৬. হযরত আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসুলুল্লাহ (ﷺ) বলেছেন: যে ব্যক্তির সুপারিশ আল্লাহর আইন কায়েমে বাঁধা সৃষ্টি করে, সে যেন আল্লাহর রাজ্যে আল্লাহর বিরোধিতা করল। আর যে ব্যক্তি সত্যমিথ্যা না জেনে কোন বিবাদে জড়িয়ে পড়ে, সে তাওবা না করা পর্যন্ত আল্লাহর ক্রোধের মধ্যে অবস্থান করে। যে ব্যক্তি সাক্ষীর ভান করে কোন কাওমের সাথে পথ চলে, মূলত সে সাক্ষী নয়; সে যেন মিথ্যা সাক্ষ্যদাতার মত। আর যে ব্যক্তি মিথ্যা স্বপ্নের কথা বলে বেড়ায় (কিয়ামতের দিন) তাকে একটি চুলের দুই মাথায় গিরা দিতে বাধ্য করা হবে। মুসলমানকে গালি দেওয়া গুরুতর অপরাধ এবং তাকে হত্যা করা কুফরী।
(তাবারানী (র) রিজা ইবনে সাবীহ্ সাকতী সূত্রে বর্ণনা করেন।)
(তাবারানী (র) রিজা ইবনে সাবীহ্ সাকতী সূত্রে বর্ণনা করেন।)
كتاب القضاء
التَّرْهِيب من إِعَانَة الْمُبْطل ومساعدته والشفاعة الْمَانِعَة من حد من حُدُود الله وَغير ذَلِك
3416- وَعَن أبي هُرَيْرَة رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم من حَالَتْ شَفَاعَته دون حد من حُدُود الله فقد ضاد الله فِي ملكه وَمن أعَان على خُصُومَة لَا يعلم أَحَق أَو بَاطِل فَهُوَ فِي سخط الله حَتَّى ينْزع وَمن مَشى مَعَ قوم يرى أَنه شَاهد وَلَيْسَ بِشَاهِد فَهُوَ كشاهد زور وَمن تحلم كَاذِبًا كلف أَن يعْقد بَين طرفِي شعيرَة وسباب الْمُسلم فسوق وقتاله كفر
رَوَاهُ الطَّبَرَانِيّ من رِوَايَة رَجَاء بن صبيح السَّقطِي
رَوَاهُ الطَّبَرَانِيّ من رِوَايَة رَجَاء بن صبيح السَّقطِي