আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

১৯. অধ্যায়ঃ বিচার ব্যবস্থা

হাদীস নং: ৩৪২০
অধ্যায়ঃ বিচার ব্যবস্থা
আল্লাহকে অসন্তুষ্ট করে মানুষকে সন্তুষ্টকারী শাসক ও অন্যান্যদের প্রতি ভীতি প্রদর্শন
৩৪২০. হযরত ইবনে আব্বাস (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেন: যে ব্যক্তি মানুষের সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে আল্লাহকে অসন্তুষ্ট করে, আল্লাহ্ তার প্রতি অসন্তুষ্ট হন এবং যার সন্তুষ্টির উদ্দেশ্যে সে আল্লাহকে অসন্তুষ্ট করেছিল, আল্লাহ তাকে তার প্রতি অসন্তুষ্ট করে দেন। পক্ষান্তরে, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে মানুষকে অসন্তুষ্ট করে, আল্লাহ্ তাঁর প্রতি সন্তুষ্ট হয়ে যান এবং যাকে অসন্তুষ্ট করার উদ্দেশ্যে আল্লাহকে সন্তুষ্ট করেছে, আল্লাহ্ তাকে তার প্রতি সন্তুষ্ট করে দেন। এমন কি ঐ ব্যক্তির সামনে তাকে সুশোভিত করেন এবং তার বাক্য ও তার কাজকে তার দৃষ্টিতে সুশোভিত করে তোলেন।
(তাবারানী শক্তিশালী সনদসূত্রে বর্ণনা করেন।)
كتاب القضاء
ترهيب الْحَاكِم وَغَيره من إرضاء النَّاس بِمَا يسْخط الله عز وَجل
3420- وَعَن ابْن عَبَّاس رَضِي الله عَنْهُمَا قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم من أَسخط الله فِي رضَا النَّاس سخط الله عَلَيْهِ وأسخط عَلَيْهِ من أرضاه فِي سخطه وَمن أرْضى الله فِي سخط النَّاس رَضِي الله عَنهُ وأرضى عَنهُ من أسخطه فِي رِضَاهُ حَتَّى يزينه ويزين قَوْله عمله فِي عينه

رَوَاهُ الطَّبَرَانِيّ بِإِسْنَاد جيد قوي
tahqiqতাহকীক:তাহকীক চলমান
আত্-তারগীব ওয়াত্-তারহীব - হাদীস নং ৩৪২০ | মুসলিম বাংলা