আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
১৯. অধ্যায়ঃ বিচার ব্যবস্থা
হাদীস নং: ৩৪২১
অধ্যায়ঃ বিচার ব্যবস্থা
আল্লাহকে অসন্তুষ্ট করে মানুষকে সন্তুষ্টকারী শাসক ও অন্যান্যদের প্রতি ভীতি প্রদর্শন
৩৪২১. হযরত জাবির ইবনে আবদুল্লাহ্ (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেন, যে ব্যক্তি রাজা-বাদশাহকে এমন কাজে সন্তুষ্ট করে, যার কারণে আল্লাহ্ অসন্তুষ্ট হন, সে আল্লাহর দীন থেকে বেরিয়ে যায়।
হাকিম বর্ণিত। তিনি বলেন: ইলাক ইবনে আবু মুসলিম (র) জাবির (রা) সূত্রে এককভাবে বর্ণনা করেন। (হাকিমের নিকট বর্ণনাসূত্র সর্বোতভাবে নির্ভরযোগ্য।)
হাকিম বর্ণিত। তিনি বলেন: ইলাক ইবনে আবু মুসলিম (র) জাবির (রা) সূত্রে এককভাবে বর্ণনা করেন। (হাকিমের নিকট বর্ণনাসূত্র সর্বোতভাবে নির্ভরযোগ্য।)
كتاب القضاء
ترهيب الْحَاكِم وَغَيره من إرضاء النَّاس بِمَا يسْخط الله عز وَجل
3421- وَعَن جَابر بن عبد الله رَضِي الله عَنْهُمَا قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم من أرْضى سُلْطَانا بِمَا يسْخط ربه خرج من دين الله
رَوَاهُ الْحَاكِم وَقَالَ تفرد بِهِ علاق بن أبي مُسلم عَن جَابر والرواة إِلَيْهِ كلهم ثِقَات
رَوَاهُ الْحَاكِم وَقَالَ تفرد بِهِ علاق بن أبي مُسلم عَن جَابر والرواة إِلَيْهِ كلهم ثِقَات