আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

১৯. অধ্যায়ঃ বিচার ব্যবস্থা

হাদীস নং: ৩৪৪৩
অধ্যায়ঃ বিচার ব্যবস্থা
আল্লাহর সৃষ্টি তথা প্রজা, সন্তান-সন্ততি, দাস-দাসী ইত্যাদির প্রতি স্নেহশীল হওয়ার প্রতি অনুপ্রেরণা এবং তার বিপরীত করার প্রতি ভীতি প্রদর্শন, শরয়ী কারণ ব্যতীত দাস-দাসী, চতুষ্পদ প্রাণী ও অন্যান্যের প্রতি শান্তি প্রয়োগ এবং চতুষ্পদ প্রাণীর মুখে দাগ দেওয়া নিষিদ্ধ
৩৪৪৩. হযরত ইবনে উমার (রা) থেকে বর্ণিত। তিনি একদল কুরায়শ যুবকদের নিকট দিয়ে পথ চলছিলেন। সে সময় তারা একটি পাখি অথবা একটি মুরগী বেঁধে তার প্রতি পালাক্রমে (হাত সই করার জন্য) তীর নিক্ষেপ করছিল। পাখিটির প্রতি যার তীর লক্ষ্য ভ্রষ্ট হবে, তার প্রতি বারের জন্য একটি বিষয় নির্ধারণ করে নিল। এরপর তারা ইবনে উমার (রা)-কে দেখে পালিয়ে গেল। তিনি তাদের বললেন: এহেন কাজ কে করল? যে ব্যক্তি এ কাজ করেছে, তার প্রতি আল্লাহর লা'নত। কেননা, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: যে ব্যক্তি জীবন্ত প্রাণীকে লক্ষ্য নির্ণয় করার উদ্দেশ্যে তীর নিক্ষেপ করে, তার প্রতি আল্লাহর লা'নত।
(বুখারী, ও মুসলিম বর্ণিত।
الغرض কোন প্রাণী বেঁধে তার প্রতি তীর নিক্ষেপকারীগণ কর্তৃক প্রাণীর শরীরে কাগজ বা কিছু দ্বারা চিহ্নিত স্থানে হাত সই করার জন্য তীর নিক্ষেপ করা।)
كتاب القضاء
التَّرْغِيب فِي الشَّفَقَة على خلق الله تَعَالَى من الرّعية وَالْأَوْلَاد وَالْعَبِيد وَغَيرهم ورحمتهم والرفق بهم والترهيب من ضد ذَلِك وَمن تَعْذِيب العَبْد وَالدَّابَّة وَغَيرهمَا بِغَيْر سَبَب شَرْعِي وَمَا جَاءَ فِي النَّهْي عَن وسم الدَّوَابّ فِي وجوهها
3443- وَعَن ابْن عمر رَضِي الله عَنْهُمَا أَنه مر بفتيان من قُرَيْش قد نصبوا طيرا أَو دجَاجَة يترامونها وَقد جعلُوا لصَاحب الطير كل خاطئة من نبلهم فَلَمَّا رَأَوْا ابْن عمر تفَرقُوا فَقَالَ ابْن عمر من فعل هَذَا لعن الله من فعل هَذَا إِن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم لعن من اتخد شَيْئا فِيهِ الرّوح غَرضا

رَوَاهُ البُخَارِيّ وَمُسلم
الْغَرَض بِفَتْح الْغَيْن الْمُعْجَمَة وَالرَّاء هُوَ مَا ينصبه الرُّمَاة يقصدون إِصَابَته من قرطاس وَغَيره
tahqiqতাহকীক:তাহকীক চলমান
আত্-তারগীব ওয়াত্-তারহীব - হাদীস নং ৩৪৪৩ | মুসলিম বাংলা