আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
১৯. অধ্যায়ঃ বিচার ব্যবস্থা
হাদীস নং: ৩৪৪৪
অধ্যায়ঃ বিচার ব্যবস্থা
আল্লাহর সৃষ্টি তথা প্রজা, সন্তান-সন্ততি, দাস-দাসী ইত্যাদির প্রতি স্নেহশীল হওয়ার প্রতি অনুপ্রেরণা এবং তার বিপরীত করার প্রতি ভীতি প্রদর্শন, শরয়ী কারণ ব্যতীত দাস-দাসী, চতুষ্পদ প্রাণী ও অন্যান্যের প্রতি শান্তি প্রয়োগ এবং চতুষ্পদ প্রাণীর মুখে দাগ দেওয়া নিষিদ্ধ
৩৪৪৪. হযরত ইবনে মাসউদ (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমরা রাসূলুল্লাহ্ (ﷺ)-এর সংগে কোন এক সফরে ছিলাম। তিনি তাঁর কোন প্রয়োজনে বেরিয়ে যান। আমরা একটি লাল পাখির সাথে দু'টি পাখির ছানা দেখলাম। আমরা ছানা দু'টিকে কুড়িয়ে নিলাম। তখন পাখিটি পাখা ছড়াতে শুরু করল। এমন সময় রাসূলুল্লাহ (ﷺ) আসলেন। এবং বললেনঃ এই পাখিটিকে তার দু'টি ছানার ব্যাপারে কে কষ্ট দিচ্ছে। তোমরা এর কাছে ছানা দু'টি ফিরিয়ে দাও। তিনি আরও দেখলেন যে, আমরা পিপীলিকার একটি গর্ত জ্বালিয়ে দিয়েছি। তিনি বললেন: কে এগুলোকে জ্বালিয়ে দিল? জবাবে আমরা বললাম: আমরা। তিনি বললেন : আগুন দ্বারা কোন প্রাণীকে শাস্তি দেওয়া আগুনের মালিক ব্যতীত কারো উচিত নয়।
(আবু দাউদ বর্ণিত।
قرية النمل পিপীলিকার গর্ত।)
(আবু দাউদ বর্ণিত।
قرية النمل পিপীলিকার গর্ত।)
كتاب القضاء
التَّرْغِيب فِي الشَّفَقَة على خلق الله تَعَالَى من الرّعية وَالْأَوْلَاد وَالْعَبِيد وَغَيرهم ورحمتهم والرفق بهم والترهيب من ضد ذَلِك وَمن تَعْذِيب العَبْد وَالدَّابَّة وَغَيرهمَا بِغَيْر سَبَب شَرْعِي وَمَا جَاءَ فِي النَّهْي عَن وسم الدَّوَابّ فِي وجوهها
3444- وَعَن أبي مَسْعُود رَضِي الله عَنهُ قَالَ كُنَّا مَعَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم فِي سفر فَانْطَلق لِحَاجَتِهِ فَرَأَيْنَا حمرَة مَعهَا فرخان فأخذنا فرخيها فَجَاءَت الْحمرَة فَجعلت تعرش فجَاء النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم فَقَالَ من فجع هَذِه بولديها ردوا ولديها إِلَيْهَا وَرَأى قَرْيَة نمل قد حرقناها فَقَالَ من حرق هَذِه قُلْنَا نَحن قَالَ إِنَّه لَا يَنْبَغِي أَن يعذب بالنَّار إِلَّا رب النَّار
رَوَاهُ أَبُو دَاوُد
قَرْيَة النَّمْل هِيَ مَوضِع النَّمْل مَعَ النَّمْل
رَوَاهُ أَبُو دَاوُد
قَرْيَة النَّمْل هِيَ مَوضِع النَّمْل مَعَ النَّمْل