আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
১৯. অধ্যায়ঃ বিচার ব্যবস্থা
হাদীস নং: ৩৪৪৮
অধ্যায়ঃ বিচার ব্যবস্থা
আল্লাহর সৃষ্টি তথা প্রজা, সন্তান-সন্ততি, দাস-দাসী ইত্যাদির প্রতি স্নেহশীল হওয়ার প্রতি অনুপ্রেরণা এবং তার বিপরীত করার প্রতি ভীতি প্রদর্শন, শরয়ী কারণ ব্যতীত দাস-দাসী, চতুষ্পদ প্রাণী ও অন্যান্যের প্রতি শান্তি প্রয়োগ এবং চতুষ্পদ প্রাণীর মুখে দাগ দেওয়া নিষিদ্ধ
৩৪৪৮. হযরত ইবনে উমার (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: জনৈকা মহিলা একটি বিড়াল বেঁধে রাখার কারণে এবং সেটিকে আহার না করানোর কারণে জাহান্নামে প্রবেশ করেছে। সে তাকে যমীনের কীট পতঙ্গ খাবার জন্যও ছাড়েনি। অন্য বর্ণনায় আছে, একটি বিড়ালকে আবদ্ধ রাখায় তা মারা যাওয়ার কারণে জনৈকা মহিলাকে শাস্তি দেওয়া হয়েছে। সে সেটিকে আহারও করায়নি এবং পানিও দেয়নি বরং সে সেটিকে বেঁধে রেখেছে।
(বুখারী ও অন্যান্য গ্রন্থে বর্ণিত। আহমাদ (র) জাবির (রা) সূত্রে এ হাদীস বর্ণনা করেন। তিনি তার বর্ণনায় শেষ দিকে বাড়িয়ে বলেছেন: "এ কারণে তার উপর জাহান্নাম অবধারিত হয়েছে।"
خشاش الأرض যমীনের কীট-পতঙ্গ, চতুই পাখি ইত্যাদি।)
(বুখারী ও অন্যান্য গ্রন্থে বর্ণিত। আহমাদ (র) জাবির (রা) সূত্রে এ হাদীস বর্ণনা করেন। তিনি তার বর্ণনায় শেষ দিকে বাড়িয়ে বলেছেন: "এ কারণে তার উপর জাহান্নাম অবধারিত হয়েছে।"
خشاش الأرض যমীনের কীট-পতঙ্গ, চতুই পাখি ইত্যাদি।)
كتاب القضاء
التَّرْغِيب فِي الشَّفَقَة على خلق الله تَعَالَى من الرّعية وَالْأَوْلَاد وَالْعَبِيد وَغَيرهم ورحمتهم والرفق بهم والترهيب من ضد ذَلِك وَمن تَعْذِيب العَبْد وَالدَّابَّة وَغَيرهمَا بِغَيْر سَبَب شَرْعِي وَمَا جَاءَ فِي النَّهْي عَن وسم الدَّوَابّ فِي وجوهها
3448- وَعَن ابْن عمر رَضِي الله عَنْهُمَا قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم دخلت امْرَأَة النَّار فِي هرة ربطتها فَلم تطعمها وَلم تدعها تَأْكُل من خشَاش الأَرْض
وَفِي رِوَايَة عذبت امْرَأَة فِي هرة سجنتها حَتَّى مَاتَت لَا هِيَ أطعمتها وسقتها إِذْ هِيَ حبستها وَلَا هِيَ تركتهَا تَأْكُل من خشَاش الأَرْض
رَوَاهُ البُخَارِيّ وَغَيره وَرَوَاهُ أَحْمد من حَدِيث جَابر فَزَاد فِي آخِره فَوَجَبت لَهَا النَّار بذلك
خشَاش الأَرْض مُثَلّثَة الْخَاء الْمُعْجَمَة وبشينين معجمتين هُوَ حشرات الأَرْض والعصافير وَنَحْوهَا
وَفِي رِوَايَة عذبت امْرَأَة فِي هرة سجنتها حَتَّى مَاتَت لَا هِيَ أطعمتها وسقتها إِذْ هِيَ حبستها وَلَا هِيَ تركتهَا تَأْكُل من خشَاش الأَرْض
رَوَاهُ البُخَارِيّ وَغَيره وَرَوَاهُ أَحْمد من حَدِيث جَابر فَزَاد فِي آخِره فَوَجَبت لَهَا النَّار بذلك
خشَاش الأَرْض مُثَلّثَة الْخَاء الْمُعْجَمَة وبشينين معجمتين هُوَ حشرات الأَرْض والعصافير وَنَحْوهَا