আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
১৯. অধ্যায়ঃ বিচার ব্যবস্থা
হাদীস নং: ৩৪৫৯
অধ্যায়ঃ বিচার ব্যবস্থা
আল্লাহর সৃষ্টি তথা প্রজা, সন্তান-সন্ততি, দাস-দাসী ইত্যাদির প্রতি স্নেহশীল হওয়ার প্রতি অনুপ্রেরণা এবং তার বিপরীত করার প্রতি ভীতি প্রদর্শন, শরয়ী কারণ ব্যতীত দাস-দাসী, চতুষ্পদ প্রাণী ও অন্যান্যের প্রতি শান্তি প্রয়োগ এবং চতুষ্পদ প্রাণীর মুখে দাগ দেওয়া নিষিদ্ধ
৩৪৫৯. হুদায়বিয়ার শপথে অংশ গ্রহণকারী রাফি' ইবনে মুকায়স (রা) থেকে বর্ণিত। রাসুলুল্লাহ (ﷺ) বলেছেনঃ সচ্চরিত্রবান মনিব ভাগ্যবান এবং অসচ্চরিত্রবান মনিব হতভাগ্য।
(আহমান ও আবু দাউদ (র) রাফি' ইবনে মুকায়স (রা) গোত্রের কোন এক ব্যক্তি থেকে বর্ণনা করেন। তবে তিনি নবী (ﷺ) থেকে হাদীসটি শুনেননি। আবু দাউদ (র) হারিস ইবনে রাফি' ইবনে মুকায়স (রা) হতে। তিনি রাসুলুল্লাহ (ﷺ) থেকে মুরসাল সনদসূত্রে বর্ণনা করেছেন।)
(আহমান ও আবু দাউদ (র) রাফি' ইবনে মুকায়স (রা) গোত্রের কোন এক ব্যক্তি থেকে বর্ণনা করেন। তবে তিনি নবী (ﷺ) থেকে হাদীসটি শুনেননি। আবু দাউদ (র) হারিস ইবনে রাফি' ইবনে মুকায়স (রা) হতে। তিনি রাসুলুল্লাহ (ﷺ) থেকে মুরসাল সনদসূত্রে বর্ণনা করেছেন।)
كتاب القضاء
التَّرْغِيب فِي الشَّفَقَة على خلق الله تَعَالَى من الرّعية وَالْأَوْلَاد وَالْعَبِيد وَغَيرهم ورحمتهم والرفق بهم والترهيب من ضد ذَلِك وَمن تَعْذِيب العَبْد وَالدَّابَّة وَغَيرهمَا بِغَيْر سَبَب شَرْعِي وَمَا جَاءَ فِي النَّهْي عَن وسم الدَّوَابّ فِي وجوهها
3459- وَعَن رَافع بن مكيث وَكَانَ مِمَّن شهد الْحُدَيْبِيَة رَضِي الله عَنهُ أَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم قَالَ حسن الملكة نَمَاء وَسُوء الْخلق شُؤْم
رَوَاهُ أَحْمد وَأَبُو دَاوُد عَن بعض بني رَافع بن مكيث وَلم يسمعهُ عَنهُ وَرَوَاهُ أَبُو دَاوُد أَيْضا عَن الْحَارِث بن رَافع بن مكيث عَن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم مُرْسلا
رَوَاهُ أَحْمد وَأَبُو دَاوُد عَن بعض بني رَافع بن مكيث وَلم يسمعهُ عَنهُ وَرَوَاهُ أَبُو دَاوُد أَيْضا عَن الْحَارِث بن رَافع بن مكيث عَن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم مُرْسلا