আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

১৯. অধ্যায়ঃ বিচার ব্যবস্থা

হাদীস নং: ৩৪৭৭
অধ্যায়ঃ বিচার ব্যবস্থা
আল্লাহর সৃষ্টি তথা প্রজা, সন্তান-সন্ততি, দাস-দাসী ইত্যাদির প্রতি স্নেহশীল হওয়ার প্রতি অনুপ্রেরণা এবং তার বিপরীত করার প্রতি ভীতি প্রদর্শন, শরয়ী কারণ ব্যতীত দাস-দাসী, চতুষ্পদ প্রাণী ও অন্যান্যের প্রতি শান্তি প্রয়োগ এবং চতুষ্পদ প্রাণীর মুখে দাগ দেওয়া নিষিদ্ধ
৩৪৭৭. হযরত উম্মু সালামা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, একবার রাসুলুল্লাহ্ (ﷺ) আমার ঘরে ছিলেন। তাঁর হাতে একটি মিসওয়াক ছিল। তখন তিনি তাঁর ও উম্মু সালামার খাদেমকে ডেকে পাঠান। (দেরীতে আসায়) তাঁর চেহারায় ক্রোধের চিহ্ন ফুটে উঠল এবং তার খোঁজে উম্মু সালামা (রা) বিভিন্ন হুজরা ঘুরেন। তিনি তাকে (খাদেম) একটি ভেড়ার বাচ্চার সাথে খেলাধূলারত অবস্থায় পেয়ে বললেন: তোমাকে ভেড়ার বাচ্চার সাথে খেলাধুলা করতে দেখছি অথচ রাসূলুল্লাহ (ﷺ) তোমাকে ডাকছেন। খাদেম বলল, (হে আল্লাহর রাসূল!) আল্লাহর শপথ, আমি আপনার আহ্বান শুনিনি। তখন রাসূলুল্লাহ (ﷺ) বললেনঃ যদি প্রতিশোধের ভয় না হত, তবে অবশ্যই আমি এই মিসওয়াক দ্বারা তোমাকে প্রহার করতাম।
(আহমাদ বিভিন্ন সূত্রে বর্ণনা করেন, তবে এর একটি সূত্র উত্তম। উল্লিখিত হাদীসটি তার শব্দে বর্ণিত। ইমাম তাবারানী অনুরূপ বর্ণনা করেছেন।)
كتاب القضاء
التَّرْغِيب فِي الشَّفَقَة على خلق الله تَعَالَى من الرّعية وَالْأَوْلَاد وَالْعَبِيد وَغَيرهم ورحمتهم والرفق بهم والترهيب من ضد ذَلِك وَمن تَعْذِيب العَبْد وَالدَّابَّة وَغَيرهمَا بِغَيْر سَبَب شَرْعِي وَمَا جَاءَ فِي النَّهْي عَن وسم الدَّوَابّ فِي وجوهها
3477- وَعَن أم سَلمَة رَضِي الله عَنْهَا قَالَت كَانَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم فِي بَيْتِي وَكَانَ بِيَدِهِ سواك فَدَعَا وصيفة لَهُ أَو لَهَا حَتَّى استبان الْغَضَب فِي وَجهه وَخرجت أم سَلمَة إِلَى الحجرات فَوجدت الوصيفة وَهِي تلعب ببهمة فَقَالَت أَلا أَرَاك تلعبين بِهَذِهِ البهمة وَرَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم يَدْعُوك فَقَالَت لَا وَالَّذِي بَعثك بِالْحَقِّ مَا سَمِعتك فَقَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم لَوْلَا خشيَة الْقود لأوجعتك بِهَذَا السِّوَاك

رَوَاهُ أَحْمد بأسانيد أَحدهَا جيد وَاللَّفْظ لَهُ وَرَوَاهُ الطَّبَرَانِيّ بِنَحْوِهِ
tahqiqতাহকীক:তাহকীক চলমান
আত্-তারগীব ওয়াত্-তারহীব - হাদীস নং ৩৪৭৭ | মুসলিম বাংলা