আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
১৯. অধ্যায়ঃ বিচার ব্যবস্থা
হাদীস নং: ৩৪৭৮
অধ্যায়ঃ বিচার ব্যবস্থা
আল্লাহর সৃষ্টি তথা প্রজা, সন্তান-সন্ততি, দাস-দাসী ইত্যাদির প্রতি স্নেহশীল হওয়ার প্রতি অনুপ্রেরণা এবং তার বিপরীত করার প্রতি ভীতি প্রদর্শন, শরয়ী কারণ ব্যতীত দাস-দাসী, চতুষ্পদ প্রাণী ও অন্যান্যের প্রতি শান্তি প্রয়োগ এবং চতুষ্পদ প্রাণীর মুখে দাগ দেওয়া নিষিদ্ধ
৩৪৭৮. হযরত হিশাম ইবনে হাকিম ইবনে হিযাম (র) থেকে বর্ণিত। একবার তিনি সিরিয়ার একদল কৃষকের কাছ দিয়ে পথ অতিক্রম করছিলেন। তিনি দেখলেন, কিছু লোককে প্রখর রোদে দাঁড় করিয়ে রাখা হয়েছে এবং তাদের মাথায় যায়তুনের তেল ঢালা হচ্ছে। তিনি এর কারণ জিজ্ঞাসা করেন। তখন বলা হল: তাদেরকে কর আনাদায়ের কারণে শাস্তি দেয়া হচ্ছে।
অন্য বর্ণনায় আছে, জিযিয়া অনাদায়ের কারণে এদের বন্দী করা হয়েছে। হিশাম (র) বলেন, আমি সাক্ষ্য দিচ্ছি। রাসুলুল্লাহ (ﷺ) বলেছেন: যারা দুনিয়াতে মানুষকে শাস্তি দেয়, (কিয়ামতের দিন) আল্লাহ্ তাদের শাস্তি দেবেন। এরপর তিনি আমীরের নিকট যেয়ে হাদীসটি বর্ণনা করেন। আমীর হাদীস শুনে তাদের সকলকে মুক্তিদানের নির্দেশ দেন।
(মুসলিম আবু দাউদ ও নাসাঈ বর্ণিত।
انباط অনারব কৃষক। তারা বাতায়িহ ও ইরাকের মধ্যবর্তীস্থানে বসবাস করত।)
অন্য বর্ণনায় আছে, জিযিয়া অনাদায়ের কারণে এদের বন্দী করা হয়েছে। হিশাম (র) বলেন, আমি সাক্ষ্য দিচ্ছি। রাসুলুল্লাহ (ﷺ) বলেছেন: যারা দুনিয়াতে মানুষকে শাস্তি দেয়, (কিয়ামতের দিন) আল্লাহ্ তাদের শাস্তি দেবেন। এরপর তিনি আমীরের নিকট যেয়ে হাদীসটি বর্ণনা করেন। আমীর হাদীস শুনে তাদের সকলকে মুক্তিদানের নির্দেশ দেন।
(মুসলিম আবু দাউদ ও নাসাঈ বর্ণিত।
انباط অনারব কৃষক। তারা বাতায়িহ ও ইরাকের মধ্যবর্তীস্থানে বসবাস করত।)
كتاب القضاء
التَّرْغِيب فِي الشَّفَقَة على خلق الله تَعَالَى من الرّعية وَالْأَوْلَاد وَالْعَبِيد وَغَيرهم ورحمتهم والرفق بهم والترهيب من ضد ذَلِك وَمن تَعْذِيب العَبْد وَالدَّابَّة وَغَيرهمَا بِغَيْر سَبَب شَرْعِي وَمَا جَاءَ فِي النَّهْي عَن وسم الدَّوَابّ فِي وجوهها
3478- وَعَن هِشَام بن حَكِيم بن حزَام رَضِي الله عَنهُ أَنه مر بِالشَّام على أنَاس من الأنباط وَقد أقِيمُوا فِي الشَّمْس وصب على رؤوسهم الزَّيْت فَقَالَ مَا هَذَا قيل يُعَذبُونَ فِي الْخراج
وَفِي رِوَايَة حبسوا فِي الْجِزْيَة فَقَالَ هِشَام أشهد لسمعت رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم يَقُول إِن الله يعذب الَّذين يُعَذبُونَ النَّاس فِي الدُّنْيَا فَدخل على الْأَمِير فحدثه فَأمر بهم فَخلوا
رَوَاهُ مُسلم وَأَبُو دَاوُد وَالنَّسَائِيّ
الأنباط فلاحون من الْعَجم ينزلون بالبطائح بَين العراقين
وَفِي رِوَايَة حبسوا فِي الْجِزْيَة فَقَالَ هِشَام أشهد لسمعت رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم يَقُول إِن الله يعذب الَّذين يُعَذبُونَ النَّاس فِي الدُّنْيَا فَدخل على الْأَمِير فحدثه فَأمر بهم فَخلوا
رَوَاهُ مُسلم وَأَبُو دَاوُد وَالنَّسَائِيّ
الأنباط فلاحون من الْعَجم ينزلون بالبطائح بَين العراقين