আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
২১. অধ্যায়ঃ সদ্ব্যবহার
হাদীস নং: ৩৭৬৬
অধ্যায়ঃ সদ্ব্যবহার
অধ্যায় : সদ্ব্যবহার, সুসম্পর্ক ইত্যাদি।
পিতামাতার সাথে সদ্ব্যবহার, তাদের সাথে সুসম্পর্ক রক্ষা, তাদের আনুগত্যের প্রতি গুরুত্বারোপ, তাদের প্রতি দয়া প্রদর্শন এবং মৃত্যুর পর তাদের বন্ধুবর্গের প্রতি সদাচরণের প্রতি অনুপ্রেরণা
পিতামাতার সাথে সদ্ব্যবহার, তাদের সাথে সুসম্পর্ক রক্ষা, তাদের আনুগত্যের প্রতি গুরুত্বারোপ, তাদের প্রতি দয়া প্রদর্শন এবং মৃত্যুর পর তাদের বন্ধুবর্গের প্রতি সদাচরণের প্রতি অনুপ্রেরণা
৩৭৬৬. হযরত আনাস (রা) থেকে বর্ণিত। তিনি বলেন। এক ব্যক্তি রাসূলুল্লাহ্ (ﷺ)-এর নিকট এসে বলল: আমি জিহাদ করতে আগ্রহী, কিন্তু তার সামর্থ্য আমার নেই। তিনি বললেন, তোমার পিতামাতা উভয়ের মধ্যে কেউ কি জীবিত আছে? সে বলল: আমার মা জীবিত আছেন। তিনি বললেনঃ তার সাথে সদাচরণ করে আল্লাহর সাক্ষাতে যাও। এরূপ করলে তুমি একজন হাজী, উমরাকারী ও মুজাহিদরূপে গণ্য হবে।
(আবু ই'আলা, তাবারানীর সাগীর ও আওসাত গ্রন্থ এবং উভয়টি উত্তম সনদে বর্ণিত। মায়মুন ইবনে নাজীহকে ইবনে হিব্বান (র) বিশ্বস্ত বলেছেন। অপরাপর বর্ণনাকরীগণ বিশ্বস্ত ও প্রসিদ্ধ।)
(আবু ই'আলা, তাবারানীর সাগীর ও আওসাত গ্রন্থ এবং উভয়টি উত্তম সনদে বর্ণিত। মায়মুন ইবনে নাজীহকে ইবনে হিব্বান (র) বিশ্বস্ত বলেছেন। অপরাপর বর্ণনাকরীগণ বিশ্বস্ত ও প্রসিদ্ধ।)
كتاب البر والصلة
كتاب الْبر والصلة وَغَيرهمَا
التَّرْغِيب فِي بر الْوَالِدين وصلتهما وتأكيد طاعتهما وَالْإِحْسَان إِلَيْهِمَا وبر أصدقائهما من بعدهمَا
التَّرْغِيب فِي بر الْوَالِدين وصلتهما وتأكيد طاعتهما وَالْإِحْسَان إِلَيْهِمَا وبر أصدقائهما من بعدهمَا
3766- وَعَن أنس رَضِي الله عَنهُ قَالَ أَتَى رجل رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم فَقَالَ إِنِّي أشتهي الْجِهَاد وَلَا أقدر عَلَيْهِ
قَالَ هَل بَقِي من والديك أحد قَالَ أُمِّي قَالَ قَابل الله فِي برهَا فَإِذا فعلت ذَلِك فَأَنت حَاج ومعتمر وَمُجاهد
رَوَاهُ أَبُو يعلى وَالطَّبَرَانِيّ فِي الصَّغِير والأوسط وإسنادهما جيد مَيْمُون بن نجيح وَثَّقَهُ ابْن حبَان وَبَقِيَّة رُوَاته ثِقَات مَشْهُورُونَ
قَالَ هَل بَقِي من والديك أحد قَالَ أُمِّي قَالَ قَابل الله فِي برهَا فَإِذا فعلت ذَلِك فَأَنت حَاج ومعتمر وَمُجاهد
رَوَاهُ أَبُو يعلى وَالطَّبَرَانِيّ فِي الصَّغِير والأوسط وإسنادهما جيد مَيْمُون بن نجيح وَثَّقَهُ ابْن حبَان وَبَقِيَّة رُوَاته ثِقَات مَشْهُورُونَ