আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

২১. অধ্যায়ঃ সদ্ব্যবহার

হাদীস নং: ৩৭৬৭
অধ্যায়ঃ সদ্ব্যবহার
অধ্যায় : সদ্ব্যবহার, সুসম্পর্ক ইত্যাদি।
পিতামাতার সাথে সদ্ব্যবহার, তাদের সাথে সুসম্পর্ক রক্ষা, তাদের আনুগত্যের প্রতি গুরুত্বারোপ, তাদের প্রতি দয়া প্রদর্শন এবং মৃত্যুর পর তাদের বন্ধুবর্গের প্রতি সদাচরণের প্রতি অনুপ্রেরণা
৩৭৬৭. হযরত তালহা ইবনে মু'আবিয়া সুলামী (রা) থেকে বর্ণিত। তিনি বলেছেন: আমি একবার নবী (ﷺ)-এর কাছে গেলাম। আমি বললামঃ ইয়া রাসূলাল্লাহ্! আমি আল্লাহর পথে জিহাদ করার ইচ্ছা করেছি। (এ ব্যাপারে আপনার অভিমত কি?) তিনি বললেনঃ তোমার মা কি জীবিত আছে? আমি বললাম: হাঁ। নবী (ﷺ) বললেনঃ তার খিদমত (তোমার উপর) আবশ্যক করে নাও, আর সেখানেই জান্নাত।
(তাবারানী বর্ণিত।)
كتاب البر والصلة
كتاب الْبر والصلة وَغَيرهمَا
التَّرْغِيب فِي بر الْوَالِدين وصلتهما وتأكيد طاعتهما وَالْإِحْسَان إِلَيْهِمَا وبر أصدقائهما من بعدهمَا
3767- وَرُوِيَ عَن طَلْحَة بن مُعَاوِيَة السّلمِيّ رَضِي الله عَنهُ قَالَ أتيت النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم فَقلت يَا رَسُول الله إِنِّي أُرِيد الْجِهَاد فِي سَبِيل الله قَالَ أمك حَيَّة قلت نعم قَالَ النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم الزم رجلهَا فثم الْجنَّة

رَوَاهُ الطَّبَرَانِيّ
tahqiqতাহকীক:তাহকীক চলমান
আত্-তারগীব ওয়াত্-তারহীব - হাদীস নং ৩৭৬৭ | মুসলিম বাংলা