আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
২১. অধ্যায়ঃ সদ্ব্যবহার
হাদীস নং: ৩৭৬৯
অধ্যায়ঃ সদ্ব্যবহার
অধ্যায় : সদ্ব্যবহার, সুসম্পর্ক ইত্যাদি।
পিতামাতার সাথে সদ্ব্যবহার, তাদের সাথে সুসম্পর্ক রক্ষা, তাদের আনুগত্যের প্রতি গুরুত্বারোপ, তাদের প্রতি দয়া প্রদর্শন এবং মৃত্যুর পর তাদের বন্ধুবর্গের প্রতি সদাচরণের প্রতি অনুপ্রেরণা
পিতামাতার সাথে সদ্ব্যবহার, তাদের সাথে সুসম্পর্ক রক্ষা, তাদের আনুগত্যের প্রতি গুরুত্বারোপ, তাদের প্রতি দয়া প্রদর্শন এবং মৃত্যুর পর তাদের বন্ধুবর্গের প্রতি সদাচরণের প্রতি অনুপ্রেরণা
৩৭৬৯. হযরত মু'আবিয়া ইবনে জাহিমা (রা) থেকে বর্ণিত। একবার জাহিম (রা) নবী (ﷺ)-এর নিকট এসে বললঃ ইয়া রাসূলাল্লাহ্! আমি জিহাদ করার ইচ্ছা করেছি এবং এ বিষয়ে আপনার সাথে পরামর্শ করতে এসেছি। তিনি বললেনঃ তোমার মা (জীবিত) আছে কি? সে বলল: হাঁ। তিনি বললেনঃ তার খিদমত তুমি অনিবার্য করে নাও। কেননা, জান্নাত তার পদতলে।
(ইবনে মাজা, নাসাঈ নিজ শব্দে ও হাকিম বর্ণিত। ইমাম হাকিম (র) বলেনঃ হাদীসটির সনদসূত্র বিশুদ্ধ।)
(ইবনে মাজা, নাসাঈ নিজ শব্দে ও হাকিম বর্ণিত। ইমাম হাকিম (র) বলেনঃ হাদীসটির সনদসূত্র বিশুদ্ধ।)
كتاب البر والصلة
كتاب الْبر والصلة وَغَيرهمَا
التَّرْغِيب فِي بر الْوَالِدين وصلتهما وتأكيد طاعتهما وَالْإِحْسَان إِلَيْهِمَا وبر أصدقائهما من بعدهمَا
التَّرْغِيب فِي بر الْوَالِدين وصلتهما وتأكيد طاعتهما وَالْإِحْسَان إِلَيْهِمَا وبر أصدقائهما من بعدهمَا
3769- وَعَن مُعَاوِيَة بن جاهمة أَن جاهمة جَاءَ إِلَى النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم فَقَالَ يَا رَسُول الله أردْت أَن أغزو وَقد جِئْت أستشيرك فَقَالَ هَل لَك من أم قَالَ نعم قَالَ فالزمها فَإِن الْجنَّة عِنْد رجلهَا
رَوَاهُ ابْن مَاجَه وَالنَّسَائِيّ وَاللَّفْظ لَهُ وَالْحَاكِم وَقَالَ صَحِيح الْإِسْنَاد
رَوَاهُ ابْن مَاجَه وَالنَّسَائِيّ وَاللَّفْظ لَهُ وَالْحَاكِم وَقَالَ صَحِيح الْإِسْنَاد