আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

২১. অধ্যায়ঃ সদ্ব্যবহার

হাদীস নং: ৩৭৭০
অধ্যায়ঃ সদ্ব্যবহার
অধ্যায় : সদ্ব্যবহার, সুসম্পর্ক ইত্যাদি।
পিতামাতার সাথে সদ্ব্যবহার, তাদের সাথে সুসম্পর্ক রক্ষা, তাদের আনুগত্যের প্রতি গুরুত্বারোপ, তাদের প্রতি দয়া প্রদর্শন এবং মৃত্যুর পর তাদের বন্ধুবর্গের প্রতি সদাচরণের প্রতি অনুপ্রেরণা
৩৭৭০. তাবারানী উত্তম সনদসূত্র নিজ শব্দে বর্ণনা করেন। তিনি বলেছেন: আমি জিহাদে অংশগ্রহণের ব্যাপারে নবী (ﷺ)-এর কাছে পরামর্শ নিতে এলাম। তখন নবী (ﷺ) বললেন: তোমার পিতামাতা (জীবিত) আছে কী? আমি বললামঃ হাঁ। তিনি বললেনঃ তুমি তাদের খিদমত অনিবার্য করে নাও। কেননা, জান্নাত তাদের পদতলে অবস্থিত।
كتاب البر والصلة
كتاب الْبر والصلة وَغَيرهمَا
التَّرْغِيب فِي بر الْوَالِدين وصلتهما وتأكيد طاعتهما وَالْإِحْسَان إِلَيْهِمَا وبر أصدقائهما من بعدهمَا
3770- وَرَوَاهُ الطَّبَرَانِيّ بِإِسْنَاد جيد وَلَفظه قَالَ أتيت النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم أَسْتَشِيرهُ فِي الْجِهَاد فَقَالَ النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم أَلَك والدان قلت نعم
قَالَ الزمهما فَإِن الْجنَّة تَحت أرجلهما
tahqiqতাহকীক:তাহকীক চলমান
আত্-তারগীব ওয়াত্-তারহীব - হাদীস নং ৩৭৭০ | মুসলিম বাংলা