আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
২২. অধ্যায়ঃ শিষ্টাচার
হাদীস নং: ৪০৩২
অধ্যায়ঃ শিষ্টাচার
উত্তম চরিত্র ও তার ফযীলতের প্রতি অনুপ্রেরণা এবং অসচ্চরিত্র ও তার কুফলের প্রতি ভীতি প্রদর্শন
৪০৩২. হযরত আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেন: উত্তম চরিত্রের কারণে আল্লাহ বান্দাকে (কিয়ামতের দিন) সিয়াম পালনকারী ও সালাত আদায়কারীর মর্যাদা দান করবেন। তাবারানীর আওসাত গ্রন্থে বর্ণিত।
(তাবারানী (র) বলেন, হাদীসটি মুসলিমের শর্তানযায়ী বিশুদ্ধ এবং আবু ই'আলা বর্ণিত। তবে আবু ই'আলা হযরত আনাস (রা) সূত্রে হাদীসটি বর্ণনা করেন। তার হাদীসের প্রথমাংশ এরূপঃ "যে ব্যক্তি উত্তম চরিত্রের অধিকারী, সেই পূর্ণ ঈমানদার।")
(তাবারানী (র) বলেন, হাদীসটি মুসলিমের শর্তানযায়ী বিশুদ্ধ এবং আবু ই'আলা বর্ণিত। তবে আবু ই'আলা হযরত আনাস (রা) সূত্রে হাদীসটি বর্ণনা করেন। তার হাদীসের প্রথমাংশ এরূপঃ "যে ব্যক্তি উত্তম চরিত্রের অধিকারী, সেই পূর্ণ ঈমানদার।")
كتاب الأدب
التَّرْغِيب فِي الْخلق الْحسن وفضله والترهيب من الْخلق السيىء وذمه
4032- وَعَن أبي هُرَيْرَة رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم إِن الله ليبلغ العَبْد بِحسن خلقه دَرَجَة الصَّوْم وَالصَّلَاة
رَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْأَوْسَط وَقَالَ صَحِيح على شَرط مُسلم
وَرَوَاهُ أَبُو يعلى من حَدِيث أنس وَزَاد فِي أَوله أكمل الْمُؤمنِينَ إِيمَانًا أحْسنهم خلقا
رَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْأَوْسَط وَقَالَ صَحِيح على شَرط مُسلم
وَرَوَاهُ أَبُو يعلى من حَدِيث أنس وَزَاد فِي أَوله أكمل الْمُؤمنِينَ إِيمَانًا أحْسنهم خلقا