আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

২২. অধ্যায়ঃ শিষ্টাচার

হাদীস নং: ৪০৩৩
অধ্যায়ঃ শিষ্টাচার
উত্তম চরিত্র ও তার ফযীলতের প্রতি অনুপ্রেরণা এবং অসচ্চরিত্র ও তার কুফলের প্রতি ভীতি প্রদর্শন
৪০৩৩. হযরত আনাস (রা) সূত্রে রাসূলুল্লাহ (ﷺ) থেকে বর্ণিত। তিনি বলেছেন: বান্দা উত্তম চরিত্রের কারণে আখিরাতে মহান মর্যাদার অধিকারী হবে এবং সুউচ্চ বালাখানা লাভ করবে। অথচ সে বান্দাদের মধ্যে ইবাদতে দুর্বল। পক্ষান্তরে, কোন কোন বান্দা দুশ্চরিত্রের কারণে জাহান্নামে সর্বনিম্নে পৌঁছবে।
(তাবারানী বর্ণিত তাঁর বর্ণনাকারীদের মধ্যে মিক্‌দাম ইবনে দাউদ ব্যতীত অন্যান্যগণ বিশ্বস্ত। তবে তাকে কেউ কেউ বিশ্বস্ত মনে করেন।)
كتاب الأدب
التَّرْغِيب فِي الْخلق الْحسن وفضله والترهيب من الْخلق السيىء وذمه
4033- وَعَن أنس رَضِي الله عَنهُ عَن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم قَالَ إِن العَبْد ليبلغ بِحسن خلقه عَظِيم دَرَجَات الْآخِرَة وَشرف الْمنَازل وَإنَّهُ لضعيف الْعِبَادَة وَإنَّهُ ليبلغ بِسوء خلقه أَسْفَل دَرَجَة فِي جَهَنَّم

رَوَاهُ الطَّبَرَانِيّ وَرُوَاته ثِقَات سوى شَيْخه الْمِقْدَام بن دَاوُد وَقد وثق
tahqiqতাহকীক:তাহকীক চলমান
আত্-তারগীব ওয়াত্-তারহীব - হাদীস নং ৪০৩৩ | মুসলিম বাংলা