আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
২৪. অধ্যায়ঃ জানাযা
হাদীস নং: ৫১৬৮
 অধ্যায়ঃ জানাযা
অধ্যায়: জানাযা ও তার পূর্ববর্তী বিষয়াদির বর্ণনা।
ক্ষমা ও নিরাপত্তা কামনার প্রতি উৎসাহ প্রদান
ক্ষমা ও নিরাপত্তা কামনার প্রতি উৎসাহ প্রদান
৫১৬৮. হযরত আয়েশা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলাল্লাহ্(ﷺ)। আপনার অভিমত কি, যদি আমি লায়লাতুল কদর চিনতে পারি তবে আমি সে রাত্রে কি বলব? তিনি বললেন, তুমি বলবে, হে আল্লাহ্! তুমি ক্ষমাশীল, তুমি ক্ষমা করতে ভালবাস। সুতরাং তুমি আমাকে ক্ষমা করে দাও।
(তিরমিযী হাদীসটি বর্ণনা করে বলেন, হাদীসটি হাসান সহীহ। হাকিম হাদীসটি বর্ণনা করে বলেন, হাদীসটি বুখারী ও মুসলিমের শর্ত অনুযায়ী সহীহ।)
(তিরমিযী হাদীসটি বর্ণনা করে বলেন, হাদীসটি হাসান সহীহ। হাকিম হাদীসটি বর্ণনা করে বলেন, হাদীসটি বুখারী ও মুসলিমের শর্ত অনুযায়ী সহীহ।)
كتاب الجنائز
كتاب الْجَنَائِز وَمَا يتقدمها
التَّرْغِيب فِي سُؤال الْعَفو والعافية
التَّرْغِيب فِي سُؤال الْعَفو والعافية
5168- وَعَن عَائِشَة رَضِي الله عَنْهَا قَالَت قلت يَا رَسُول الله أَرَأَيْت إِن علمت لَيْلَة الْقدر مَا أَقُول فِيهَا قَالَ قولي اللَّهُمَّ إِنَّك عَفْو تحب الْعَفو فَاعْفُ عني
رَوَاهُ التِّرْمِذِيّ وَقَالَ حَدِيث حسن صَحِيح وَالْحَاكِم وَقَالَ صَحِيح على شَرطهمَا
رَوَاهُ التِّرْمِذِيّ وَقَالَ حَدِيث حسن صَحِيح وَالْحَاكِم وَقَالَ صَحِيح على شَرطهمَا