আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
২৪. অধ্যায়ঃ জানাযা
হাদীস নং: ৫১৬৯
অধ্যায়ঃ জানাযা
যে ব্যক্তি কোন বিপদগ্রস্তকে দেখে তাকে কয়েকটি বাক্য বলতে উৎসাহ দান
৫১৬৯. হযরত উমর ও আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত আছে যে, রাসূলুল্লাহ্ (ﷺ) বলেন, যে ব্যক্তি কোন বিপদগ্রস্ত ব্যক্তিকে দেখে বলেঃ "সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি আমাকে যে বিপদে আক্রান্ত করেছেন তা থেকে আমাকে নিরাপদে রেখেছেন এবং আমাকে বহু সৃষ্ট জীবের উপর বিশেষ মর্যাদা দান করেছেন। সে ব্যক্তি উক্ত বিপদে আক্রান্ত হবে না।
(তিরমিযী (র) হাদীসটি বর্ণনা করে বলেন, হাদীসটি হাসান গরীব। ইবন মাজাহ (র) হাদীসটি ইবন উমর (রা) সূত্রে বর্ণনা করেছেন। বাযযার ও তবারানী-'আস-সাগীর' গ্রন্থে-কেবল আবু হুরায়রা (রা) সূত্রে হাদীসটি বর্ণনা করেছেন। উক্ত রিওয়ায়েতে আবু হুরায়রা (রা) বলেন, "যখন সে উপরিউক্ত দু'আ করল, তখন তার নিয়ামতের শুকরিয়া আদায় করল।" এ রিওয়ায়েতের সনদ হাসান।)
(তিরমিযী (র) হাদীসটি বর্ণনা করে বলেন, হাদীসটি হাসান গরীব। ইবন মাজাহ (র) হাদীসটি ইবন উমর (রা) সূত্রে বর্ণনা করেছেন। বাযযার ও তবারানী-'আস-সাগীর' গ্রন্থে-কেবল আবু হুরায়রা (রা) সূত্রে হাদীসটি বর্ণনা করেছেন। উক্ত রিওয়ায়েতে আবু হুরায়রা (রা) বলেন, "যখন সে উপরিউক্ত দু'আ করল, তখন তার নিয়ামতের শুকরিয়া আদায় করল।" এ রিওয়ায়েতের সনদ হাসান।)
كتاب الجنائز
التَّرْغِيب فِي كَلِمَات يقولهن من رأى مبتلى
5169- عَن عمر وَأبي هُرَيْرَة رَضِي الله عَنْهُمَا أَن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم قَالَ من رأى صَاحب بلَاء فَقَالَ الْحَمد لله الَّذِي عافاني مِمَّا ابتلاك بِهِ وفضلني على كثير مِمَّن خلق تَفْضِيلًا لم يصبهُ ذَلِك الْبلَاء
رَوَاهُ التِّرْمِذِيّ وَقَالَ حَدِيث حسن غَرِيب وَرَوَاهُ ابْن مَاجَه من حَدِيث
ابْن عمر وَرَوَاهُ الْبَزَّار وَالطَّبَرَانِيّ فِي الصَّغِير من حَدِيث أبي هُرَيْرَة وَحده وَقَالَ فِيهِ فَإِذا قَالَ ذَلِك شكر تِلْكَ النِّعْمَة
وَإِسْنَاده حسن
رَوَاهُ التِّرْمِذِيّ وَقَالَ حَدِيث حسن غَرِيب وَرَوَاهُ ابْن مَاجَه من حَدِيث
ابْن عمر وَرَوَاهُ الْبَزَّار وَالطَّبَرَانِيّ فِي الصَّغِير من حَدِيث أبي هُرَيْرَة وَحده وَقَالَ فِيهِ فَإِذا قَالَ ذَلِك شكر تِلْكَ النِّعْمَة
وَإِسْنَاده حسن