আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

২৫. অধ্যায়ঃ পুনরুত্থান ও কিয়ামাত

হাদীস নং: ৫৪৪২
অধ্যায়ঃ পুনরুত্থান ও কিয়ামাত
অধ্যায়: পুনরুত্থান ও কিয়ামত দিবসের ভয়ভীতি
পরিচ্ছেদ: শিঙায় ফুৎকার দেওয়া ও কিয়ামত কায়েম হওয়া
৫৪৪২. হয়রত আব্দুল্লাহ্ ইবন হারিস (র) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি আয়েশা (রা)-এর কাছে ছিলাম। তখন তাঁর কাছে আল আহবার (র) উপস্থিত ছিলেন। ইসরাফীলের আলোচনা চলল। তখন আয়েশা (রা) জিজ্ঞেস করলেন, হে কা'ব! আপনি আমাকে ইসরাফীল সম্পর্কে বলুন। কা'ব (র) বললেন তোমাদের কাছেই তো ইলম রয়েছে। তিনি বললেন, হ্যাঁ। তবে আপনি আমাকে বলুন। তিনি বললেন, তাঁর চারটি পাখা রয়েছে। দু'টি পাখা হাওয়ায় থাকে, একটি পাখা দ্বারা তিনি আবৃত হন এবং একটি পাখা তাঁর ঘাড়ের উপর রয়েছে। তাঁর কানে রয়েছে কলম। যখন ওহী অবতীর্ণ হয়, তখন কলম তা লিপিবদ্ধ করে তারপর ফিরিশতাগণ তা পড়েন। শিঙার ফিরিশতা তার এক হাঁটুতে বসে আছেন অপর হাঁটু দাঁড় করিয়ে রেখেছেন এবং পৃষ্ঠ ঝুঁকিয়ে শিঙা মুখে তুলে নিয়েছেন। তাঁকে নির্দেশ দেওয়া হয়েছে যে, যখন তিনি ইসরাফীলকে তাঁর পাখা গুটাতে দেখবেন তখন সে শিঙায় ফুঁক দেবেন। তারপর আয়েশা (রা) বললেন, আমি রাসূলুল্লাহ্ (ﷺ)-কে এরপরই বলতে শুনেছি।
(তবারানী (র) 'আল-আওসাতে' হাসান সনদে হাদীসটি বর্ণনা করেছেন।)
كتاب البعث
كتاب الْبَعْث وأهوال يَوْم الْقِيَامَة
فصل فِي النفخ فِي الصُّور وَقيام السَّاعَة
5442- وَعَن عبد الله بن الْحَارِث قَالَ كنت عِنْد عَائِشَة رَضِي الله عَنْهَا وَعِنْدهَا كَعْب الْأَحْبَار فَذكر إسْرَافيل فَقَالَت عَائِشَة يَا كَعْب أَخْبرنِي عَن إسْرَافيل فَقَالَ كَعْب عنْدكُمْ الْعلم قَالَت أجل قَالَت فَأَخْبرنِي قَالَ لَهُ أَرْبَعَة أَجْنِحَة جَنَاحَانِ فِي الْهَوَاء وَجَنَاح قد تسربل بِهِ وَجَنَاح على كَاهِله والقلم على أُذُنه فَإِذا نزل الْوَحْي كتب الْقَلَم ثمَّ درست الْمَلَائِكَة وَملك الصُّور جاث على إِحْدَى رُكْبَتَيْهِ وَقد نصب الْأُخْرَى فالتقم الصُّور يحني ظَهره وَقد أَمر إِذا رأى إسْرَافيل قد ضم جنَاحه أَن ينْفخ فِي الصُّور فَقَالَت عَائِشَة هَكَذَا سَمِعت رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم يَقُول

رَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْأَوْسَط بِإِسْنَاد حسن
tahqiqতাহকীক:তাহকীক চলমান
আত্-তারগীব ওয়াত্-তারহীব - হাদীস নং ৫৪৪২ | মুসলিম বাংলা