আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
২৫. অধ্যায়ঃ পুনরুত্থান ও কিয়ামাত
হাদীস নং: ৫৪৪৩
অধ্যায়ঃ পুনরুত্থান ও কিয়ামাত
অধ্যায়: পুনরুত্থান ও কিয়ামত দিবসের ভয়ভীতি
পরিচ্ছেদ: শিঙায় ফুৎকার দেওয়া ও কিয়ামত কায়েম হওয়া
পরিচ্ছেদ: শিঙায় ফুৎকার দেওয়া ও কিয়ামত কায়েম হওয়া
৫৪৪৩. হযরত উকবা ইবন আমির (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, কিয়ামতের পূর্বে তোমাদের সামনে পশ্চিম দিক থেকে ঢালের আকারে কালো মেঘ উদিত হবে। তা ক্রমে আকাশে উঠতে থাকবে এবং তা ছড়িয়ে পড়ে সমগ্র আকাশ ছেয়ে ফেলবে। তারপর এক আহ্বানকারী ডেকে বলবে, হে মানব সম্প্রদায়। আল্লাহর হুকুম (কিয়ামত) এসে গেছে। কাজেই তোমরা তার জন্যে তাড়াহুড়া করো না। রাসুলুল্লাহ (ﷺ) বলেন, সেই সত্তার কসম, যাঁর হাতে আমার প্রাণ রয়েছে, নিশ্চয় দু'জন মানুষ (বিক্রির জন্য) কাপড় ছড়িয়ে দেবে, কিন্তু তা ভাঁজ করে সারতে পারবে না। একজন মানুষ তার চৌবাচ্চা পাকা করবে, কিন্তু সেখান থেকে কখনও সে কিছু পান করতে পারবে না এবং এক ব্যক্তি তার উটনী থেকে দুধ দোহন করবে, কিন্তু সে তা কখনও পান করতে অবকাশ পাবে না।
(তবারানী (র) উৎকৃষ্ট সনদে হাদীসটি বর্ণনা করেছেন। এর সকল বর্ণনাকারী নির্ভরযোগ্য ও খ্যাতনামা রাবী।)
(তবারানী (র) উৎকৃষ্ট সনদে হাদীসটি বর্ণনা করেছেন। এর সকল বর্ণনাকারী নির্ভরযোগ্য ও খ্যাতনামা রাবী।)
كتاب البعث
كتاب الْبَعْث وأهوال يَوْم الْقِيَامَة
فصل فِي النفخ فِي الصُّور وَقيام السَّاعَة
فصل فِي النفخ فِي الصُّور وَقيام السَّاعَة
5443- وَعَن عقبَة بن عَامر رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم تطلع عَلَيْكُم قبل السَّاعَة سَحَابَة سَوْدَاء من قبل الْمغرب مثل الترس فَلَا تزَال ترْتَفع فِي السَّمَاء وتنتشر حَتَّى تملأ السَّمَاء ثمَّ يُنَادي مُنَاد يَا أَيهَا النَّاس أَتَى أَمر الله فَلَا تستعجلوه قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم فوالذي نَفسِي بِيَدِهِ إِن الرجلَيْن ينشران الثَّوْب فَلَا يطويانه وَإِن الرجل ليمدر حَوْضه فَلَا يسْقِي مِنْهُ شَيْئا أبدا وَالرجل يحلب نَاقَته فَلَا يشربه أبدا
رَوَاهُ الطَّبَرَانِيّ بِإِسْنَاد جيد رُوَاته ثِقَات مَشْهُورُونَ
مدر الْحَوْض أَي طينه لِئَلَّا يتسرب مِنْهُ المَاء
رَوَاهُ الطَّبَرَانِيّ بِإِسْنَاد جيد رُوَاته ثِقَات مَشْهُورُونَ
مدر الْحَوْض أَي طينه لِئَلَّا يتسرب مِنْهُ المَاء