আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

২৫. অধ্যায়ঃ পুনরুত্থান ও কিয়ামাত

হাদীস নং: ৫৪৪৭
অধ্যায়ঃ পুনরুত্থান ও কিয়ামাত
অধ্যায়: পুনরুত্থান ও কিয়ামত দিবসের ভয়ভীতি
পরিচ্ছেদ: শিঙায় ফুৎকার দেওয়া ও কিয়ামত কায়েম হওয়া
৫৪৪৭. মুসলিমের অপর এক রিওয়ায়েতে আছে, তিনি বলেন, মানুষের দেহে এমন একটি হাঁড় রয়েছে, যাকে
মাটি কখনও খাবে না। তা থেকেই কিয়ামতের দিন সৃষ্ট জীবসমূহকে (পুনরায়) গঠন করা হবে। জিজ্ঞেস করা হল। ইয়া রাসুলাল্লাহ্ (ﷺ)। সে হাঁড় কোনটি? তিনি বললেন, মেরুদণ্ডের নিম্নাংশ।
(মালিক, আবু দাউদ ও নাসাঈ সংক্ষিপ্তাকারে হাদীসটি বর্ণনা করেছেন। তিনি বলেন, মেরুদণ্ডের নিম্নাংশের হাঁড় ব্যতীত আদম সন্তানের সবকিছুই মাটি খেয়ে ফেলবে। তা থেকেই তাকে (পুনরায়) সৃষ্টি করা হবে এবং গঠন করা হবে।)
كتاب البعث
كتاب الْبَعْث وأهوال يَوْم الْقِيَامَة
فصل فِي النفخ فِي الصُّور وَقيام السَّاعَة
5447- وَلمُسلم قَالَ إِن فِي الْإِنْسَان عظما لَا تَأْكُله الأَرْض أبدا فِيهِ يركب الْخلق يَوْم الْقِيَامَة قَالُوا أَي عظم هُوَ يَا رَسُول الله قَالَ عجب الذَّنب

وَرَوَاهُ مَالك وَأَبُو دَاوُد وَالنَّسَائِيّ بِاخْتِصَار قَالَ كل ابْن آدم تَأْكُله الأَرْض إِلَّا عجب الذَّنب مِنْهُ خلق وَفِيه يركب
عجب الذَّنب بِفَتْح الْعين وَإِسْكَان الْجِيم بعْدهَا بَاء أَو مِيم وَهُوَ الْعظم الْحَدِيد الَّذِي يكون فِي أَسْفَل الصلب وأصل الذَّنب من ذَوَات الْأَرْبَع
tahqiqতাহকীক:তাহকীক চলমান
আত্-তারগীব ওয়াত্-তারহীব - হাদীস নং ৫৪৪৭ | মুসলিম বাংলা