আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
২৫. অধ্যায়ঃ পুনরুত্থান ও কিয়ামাত
হাদীস নং: ৫৪৪৬
অধ্যায়ঃ পুনরুত্থান ও কিয়ামাত
অধ্যায়: পুনরুত্থান ও কিয়ামত দিবসের ভয়ভীতি
পরিচ্ছেদ: শিঙায় ফুৎকার দেওয়া ও কিয়ামত কায়েম হওয়া
পরিচ্ছেদ: শিঙায় ফুৎকার দেওয়া ও কিয়ামত কায়েম হওয়া
৫৪৪৬. হযরত আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, দুই ফুঁকের মাঝে চল্লিশের ব্যবধান থাকবে। জিজ্ঞেস করা হল, চল্লিশ দিন? আবু হুরায়রা (রা) বললেন, আমি অস্বীকার করলাম। জিজ্ঞেস করল, চল্লিশ মাস? তিনি বললেন, আমি অস্বীকার করলাম। জিজ্ঞেস করল, চল্লিশ বছর। তিনি বললেন, আমি অস্বীকার করলাম। তারপর আকাশ থেকে পানি বর্ষিত হবে। তখন মানুষ (কবর থেকে) এভাবে উঠবে, যেভাবে বৃক্ষলতা অংকুরিত হয়। অথচ কেবল একটি হাঁড় ব্যতীত মানুষের সবকিছু ধ্বংস হয়ে যাবে। সেটি হচ্ছে মেরুদণ্ডের নিম্নাংশ। এ থেকেই কিয়ামতের দিন সৃষ্ট জীবসমূহকে (পুনরায়) গঠন করা হবে।
(বুখারী ও মুসলিম (র) হাদীসটি বর্ণনা করেছেন।)
(বুখারী ও মুসলিম (র) হাদীসটি বর্ণনা করেছেন।)
كتاب البعث
كتاب الْبَعْث وأهوال يَوْم الْقِيَامَة
فصل فِي النفخ فِي الصُّور وَقيام السَّاعَة
فصل فِي النفخ فِي الصُّور وَقيام السَّاعَة
5446- وَعَن أبي هُرَيْرَة رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم مَا بَين النفختين أَرْبَعُونَ قيل أَرْبَعُونَ يَوْمًا قَالَ أَبُو هُرَيْرَة أَبيت قَالَ أَرْبَعُونَ شهرا قَالَ أَبيت
قَالَ أَرْبَعُونَ سنة قَالَ أَبيت
ثمَّ ينزل من السَّمَاء مَاء فينبتون كَمَا ينْبت البقل وَلَيْسَ من الْإِنْسَان شَيْء لَا يبْلى إِلَّا عظم وَاحِد وَهُوَ عجب الذَّنب مِنْهُ يركب الْخلق يَوْم الْقِيَامَة
رَوَاهُ البُخَارِيّ وَمُسلم
قَالَ أَرْبَعُونَ سنة قَالَ أَبيت
ثمَّ ينزل من السَّمَاء مَاء فينبتون كَمَا ينْبت البقل وَلَيْسَ من الْإِنْسَان شَيْء لَا يبْلى إِلَّا عظم وَاحِد وَهُوَ عجب الذَّنب مِنْهُ يركب الْخلق يَوْم الْقِيَامَة
رَوَاهُ البُخَارِيّ وَمُسلم