আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

২৬. অধ্যায়ঃ জান্নাত ও জাহান্নামের বর্ণনা

হাদীস নং: ৫৫৬৮
অধ্যায়ঃ জান্নাত ও জাহান্নামের বর্ণনা
জাহান্নাম থেকে ভীতি প্রদর্শন, আল্লাহ্ তা'আলা তাঁর ফযল ও করমে আমাদেরকে তা থেকে রক্ষা করুন।
৫৫৬৮. হযরত আব্দুল্লাহ্ ইবন যুবায়র (রা) থেকে বর্ণিত। তিনি বলেন নবী (ﷺ) কিছু লোকের কাছ দিয়ে অতিক্রম করলেন; তারা তখন হাসছিল। তিনি বললেন, তোমরা হাসছ, অথচ জান্নাত ও জাহান্নামের আলোচনা তোমাদের সামনে রয়েছে। বর্ণনাকারী বলেন, তারপর তাদের কাউকে আর মৃত্যু পর্যন্ত কোনদিন হাসতে দেখা যায়নি। তিনি বলেন, তাদের সম্পর্কে অবতীর্ণ হয়েছে :
نَبِّئْ عِبَادِي أَنِّي أَنَا الْغَفُورُ الرَّحِيمُ () وَأَنَّ عَذَابِي هُوَ الْعَذَابُ الْأَلِيمُ
"আপনি আমার বান্দাদেরকে জানিয়ে দিন যে, আমি মহান ক্ষমাশীল ও পরম দয়ালু এবং আমার শাস্তি হচ্ছে মর্মন্তুদ শাস্তি"। (১৫: ৪৯, ৫০)
(বাযযার হাদীসটি বর্ণনা করেছেন। হাদীসটির সনদে পরিত্যাজ্য বা অভিযুক্ত কোন রাবী নেই।)
كتاب صفة الجنة والنار
التَّرْهِيب من النَّار أعاذنا الله مِنْهَا بمنه وَكَرمه
5568- وَرُوِيَ عَن عبد الله بن الزبير رَضِي الله عَنْهُمَا أَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم مر بِقوم وهم يَضْحَكُونَ فَقَالَ تضحكون وَذكر الْجنَّة وَالنَّار بَين أظْهركُم
قَالَ فَمَا رئي أحد مِنْهُم ضَاحِكا حَتَّى مَاتَ قَالَ وَنزلت فيهم نبيء عبَادي أَنِّي أَنا الغفور الرَّحِيم وَأَن عَذَابي هُوَ الْعَذَاب الْأَلِيم الْحجر 94

رَوَاهُ الْبَزَّار وَلَيْسَ فِي إِسْنَاده من ترك وَلَا اتهمَ
tahqiqতাহকীক:তাহকীক চলমান