আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
২৬. অধ্যায়ঃ জান্নাত ও জাহান্নামের বর্ণনা
হাদীস নং: ৫৫৬৯
অধ্যায়ঃ জান্নাত ও জাহান্নামের বর্ণনা
জাহান্নাম থেকে ভীতি প্রদর্শন, আল্লাহ্ তা'আলা তাঁর ফযল ও করমে আমাদেরকে তা থেকে রক্ষা করুন।
৫৫৬৯. হযরত ইবন উমর (রা) এর সূত্রে নবী (ﷺ) থেকে বর্ণিত। তিনি খুতবা দানকালে বললেন, তোমরা বড় দু'টি বিষয় অর্থাৎ জান্নাত ও জাহান্নামকে ভুলবে না। এরপর তিনি এভাবে কাঁদলেন যে, তাঁর অশ্রু বেয়ে পড়ল অথবা তাঁর অশ্রু তাঁর দাড়ির দুই পার্শ্ব ভিজিয়ে ফেলল। এরপর বললেন, সেই সত্তার কসম, যাঁর হাতে মুহাম্মদের প্রাণ রয়েছে, আমি পরকাল সম্পর্কে যা জানি, তোমরা যদি তা জানতে, তবে তোমরা রাস্তায় বেরিয়ে পড়তে এবং তোমাদের মাথায় তোমরা ধূলি মাখতে।
(আবূ ইয়া'লা হাদীসটি বর্ণনা করেছেন।)
(আবূ ইয়া'লা হাদীসটি বর্ণনা করেছেন।)
كتاب صفة الجنة والنار
التَّرْهِيب من النَّار أعاذنا الله مِنْهَا بمنه وَكَرمه
5569- وَعَن ابْن عمر رَضِي الله عَنْهُمَا عَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم أَنه خطب فَقَالَ لَا تنسوا
العظيمتين الْجنَّة وَالنَّار ثمَّ بَكَى حَتَّى جرى أَو بل دُمُوعه جَانِبي لحيته ثمَّ قَالَ وَالَّذِي نفس مُحَمَّد بِيَدِهِ لَو تعلمُونَ مَا أعلم من أَمر الْآخِرَة لمشيتم إِلَى الصَّعِيد ولحثيتم على رؤوسكم التُّرَاب
رَوَاهُ أَبُو يعلى
العظيمتين الْجنَّة وَالنَّار ثمَّ بَكَى حَتَّى جرى أَو بل دُمُوعه جَانِبي لحيته ثمَّ قَالَ وَالَّذِي نفس مُحَمَّد بِيَدِهِ لَو تعلمُونَ مَا أعلم من أَمر الْآخِرَة لمشيتم إِلَى الصَّعِيد ولحثيتم على رؤوسكم التُّرَاب
رَوَاهُ أَبُو يعلى