আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

২৬. অধ্যায়ঃ জান্নাত ও জাহান্নামের বর্ণনা

হাদীস নং: ৫৫৭৩
অধ্যায়ঃ জান্নাত ও জাহান্নামের বর্ণনা
জাহান্নাম থেকে ভীতি প্রদর্শন, আল্লাহ্ তা'আলা তাঁর ফযল ও করমে আমাদেরকে তা থেকে রক্ষা করুন।
৫৫৭৩. উক্ত হযরত আনাস (রা) থেকেই বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ এ আয়াতটি তিলাওয়াত করলেন
: وَقُوْدُها النَّاس والحجارة জাহান্নামের ইন্ধন হবে মানুষ ও পাথর।" (৬৬: ৬, ২: ২৪) অতঃপর তিনি বললেন, এক হাজার বছর অবধি জাহান্নামের অগ্নি প্রজ্জলিত করা হয় ফলে তা লাল বর্ণ ধারণ করে তারপর আরও এক হাজার বছর ধরে প্রজ্জলিত রাখা হয়, ফলে তা শুভ্র বর্ণ ধারণ করে তারপর আরও এক হাজার বছর প্রজ্জলিত রাখা হয়। ফলে তা কালো বর্ণ ধারণ করেছে। সুতরাং জাহান্নামের অগ্নি অন্ধকার কালো, তার শিখা নেভানো যায় না।
(বায়হাকী ও ইস্পাহানী (র) হাদীসটি বর্ণনা করেছেন। সম্পূর্ণ হাদীসটি "কান্না" অধ্যায়ে বর্ণিত হয়েছে।)
كتاب صفة الجنة والنار
التَّرْهِيب من النَّار أعاذنا الله مِنْهَا بمنه وَكَرمه
5573- وَرُوِيَ عَن أنس أَيْضا رَضِي الله عَنهُ قَالَ تَلا رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم هَذِه الْآيَة وقودها النَّاس وَالْحِجَارَة التَّحْرِيم 7
فَقَالَ أوقد عَلَيْهَا ألف عَام حَتَّى احْمَرَّتْ وَألف عَام حَتَّى ابْيَضَّتْ وَألف عَام حَتَّى اسودت فَهِيَ سَوْدَاء مظْلمَة لَا يطفأ لهبها الحَدِيث

رَوَاهُ الْبَيْهَقِيّ والأصبهاني وَتقدم بِتَمَامِهِ فِي الْبكاء
tahqiqতাহকীক:তাহকীক চলমান