আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

২৬. অধ্যায়ঃ জান্নাত ও জাহান্নামের বর্ণনা

হাদীস নং: ৫৫৭৪
অধ্যায়ঃ জান্নাত ও জাহান্নামের বর্ণনা
জাহান্নাম থেকে ভীতি প্রদর্শন, আল্লাহ্ তা'আলা তাঁর ফযল ও করমে আমাদেরকে তা থেকে রক্ষা করুন।
৫৫৭৪. হযরত আনাস ইবন মালিক (রা)-এর সূত্রেই নবী (ﷺ) থেকে বর্ণিত। তিনি বলেন, নিশ্চয় তোমাদের এ আগুন জাহান্নামের আগুনের সত্তর ভাগের এক ভাগ। যদি তা দু' বার পানি দ্বারা নেভানো না হত, তবে তোমরা তদ্দ্বারা উপকৃত হতে পারতে না। সে আল্লাহর কাছে দু'আ করে যেন তাকে জাহান্নামে ফিরিয়ে না
দেওয়া হয়।
(ইবন মাজাহ একটি উপেক্ষিত সনদে হাদীসটি বর্ণনা করেছেন। হাকিম হাদীসটি বিসর ইবন ফারকাদ সূত্রে হাদীসটি বর্ণনা করেছেন। তিনি হাসানের সূত্রে আনাস (রা) থেকে হাদীস বর্ণনার ক্ষেত্রে উপেক্ষিত হাকিম বলেন, এর সনদ সহীহ।)
كتاب صفة الجنة والنار
التَّرْهِيب من النَّار أعاذنا الله مِنْهَا بمنه وَكَرمه
5574- وَعَن أنس بن مَالك أَيْضا رَضِي الله عَنهُ عَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم قَالَ إِن نَاركُمْ هَذِه جُزْء من سبعين جُزْءا من نَار جَهَنَّم وَلَوْلَا أَنَّهَا أطفئت بِالْمَاءِ مرَّتَيْنِ مَا استمتعتم بهَا وَإِنَّهَا لتدعو الله أَن لَا يُعِيدهَا فِيهَا

رَوَاهُ ابْن مَاجَه بِإِسْنَاد واه وَالْحَاكِم عَن جسر بن فرقد وَهُوَ واه عَن الْحسن عَنهُ وَقَالَ صَحِيح الْإِسْنَاد
tahqiqতাহকীক:তাহকীক চলমান