আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
২৬. অধ্যায়ঃ জান্নাত ও জাহান্নামের বর্ণনা
হাদীস নং: ৫৫৭৯
অধ্যায়ঃ জান্নাত ও জাহান্নামের বর্ণনা
পরিচ্ছেদ: জাহান্নামের তাপের প্রচণ্ডতা ইত্যাদির বর্ণনা
৫৫৭৯. তাঁরই সূত্রে নবী (ﷺ) থেকে বর্ণিত। তিনি বলেন, যদি এ মসজিদে এক লক্ষ বা ততোধিক লোক থাকত এবং তাদের মধ্যে একজন জাহান্নামী লোক থাকত, আর সে নিশ্বাস ছাড়ত এবং সে নিঃশ্বাস তাদের গায়ে লাগত, তবে মসজিদ ও মসজিদে অবস্থিত সবাই পুড়ে যেত।
(আবূ ইয়া'লা হাদীসটি বর্ণনা করেছেন। এর সদন হাসান। হাদীসটির বক্তব্যে "নাকারাত” দোষ রয়েছে। বাযযার ও হাদীসটি বর্ণনা করেছেন, তাঁর বর্ণিত রিওয়ায়েতের ভাষা এই: 'রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেন, যদি এ মসজিদে এক লক্ষ বা ততোধিক লোক থাকত। অতঃপর কোন জাহান্নামী ব্যক্তি নিঃশ্বাস ছাড়ত, তবে সে
তাদেরকে পুড়িয়ে ফেলত।")
(আবূ ইয়া'লা হাদীসটি বর্ণনা করেছেন। এর সদন হাসান। হাদীসটির বক্তব্যে "নাকারাত” দোষ রয়েছে। বাযযার ও হাদীসটি বর্ণনা করেছেন, তাঁর বর্ণিত রিওয়ায়েতের ভাষা এই: 'রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেন, যদি এ মসজিদে এক লক্ষ বা ততোধিক লোক থাকত। অতঃপর কোন জাহান্নামী ব্যক্তি নিঃশ্বাস ছাড়ত, তবে সে
তাদেরকে পুড়িয়ে ফেলত।")
كتاب صفة الجنة والنار
فصل فِي شدَّة حرهَا وَغير ذَلِك
5579- وَعنهُ رَضِي الله عَنهُ عَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم قَالَ لَو كَانَ فِي هَذَا الْمَسْجِد مائَة ألف أَو يزِيدُونَ وَفِيهِمْ رجل من أهل النَّار فتنفس فَأَصَابَهُمْ نَفسه لاحترق الْمَسْجِد وَمن فِيهِ
رَوَاهُ أَبُو يعلى وَإِسْنَاده حسن وَفِي مَتنه نَكَارَة
وَرَوَاهُ الْبَزَّار وَلَفظه قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم لَو كَانَ فِي الْمَسْجِد مائَة ألف أَو يزِيدُونَ ثمَّ تنفس رجل من أهل النَّار لأحرقهم
رَوَاهُ أَبُو يعلى وَإِسْنَاده حسن وَفِي مَتنه نَكَارَة
وَرَوَاهُ الْبَزَّار وَلَفظه قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم لَو كَانَ فِي الْمَسْجِد مائَة ألف أَو يزِيدُونَ ثمَّ تنفس رجل من أهل النَّار لأحرقهم