আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

২৬. অধ্যায়ঃ জান্নাত ও জাহান্নামের বর্ণনা

হাদীস নং: ৫৫৮০
অধ্যায়ঃ জান্নাত ও জাহান্নামের বর্ণনা
পরিচ্ছেদ: জাহান্নামের তাপের প্রচণ্ডতা ইত্যাদির বর্ণনা
৫৫৮০. হযরত আনাস (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যদি জাহান্নামের একটি বড় বালতি পৃথিবীর মাঝখানে রেখে দেয়া হয়, তবে তার দুর্গন্ধ ও উত্তাপের প্রচণ্ডতা পূর্ব ও পশ্চিমের মধ্যবর্তী সবকিছুকে অতিষ্ট করে তুলত এবং যদি জাহান্নামের স্ফুলিঙ্গ সমূহ থেকে কোন একটি স্ফুলিঙ্গ ও পৃথিবীর পূর্ব প্রান্তে থাকে, তবে পশ্চিম প্রান্তে অবস্থিত লোকজন অবশ্যই তার তাপ অনুভব করবে।
(তাবারানী হাদীসটি বর্ণনা করেছেন। হাদীসটির সনদকে হাসান সাব্যস্ত করার সম্ভাব্যতা রয়েছে।)
كتاب صفة الجنة والنار
فصل فِي شدَّة حرهَا وَغير ذَلِك
5580- وَعَن أنس رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم لَو أَن غربا من جَهَنَّم جعل فِي وسط الأَرْض لأَذى نَتن رِيحه وَشدَّة حره مَا بَين الْمشرق وَالْمغْرب وَلَو أَن شررة من شرر جَهَنَّم بالمشرق لوجد حرهَا من بالمغرب

رَوَاهُ الطَّبَرَانِيّ وَفِي إِسْنَاده احْتِمَال للتحسين
tahqiqতাহকীক:তাহকীক চলমান
আত্-তারগীব ওয়াত্-তারহীব - হাদীস নং ৫৫৮০ | মুসলিম বাংলা