আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
২৬. অধ্যায়ঃ জান্নাত ও জাহান্নামের বর্ণনা
হাদীস নং: ৫৫৮৬
অধ্যায়ঃ জান্নাত ও জাহান্নামের বর্ণনা
পরিচ্ছেদ: জাহান্নামের অন্ধকার, কৃষ্ণতা ও স্ফুলিঙ্গের বর্ণনা
৫৫৮৬. হযরত আলকামা সূত্রে ইবন মাসউদ (রা) থেকে বর্ণিত إِنَّهَا ترمي بشرر كالقصر জাহান্নামের অগ্নি প্রাসাদের মত বড় বড় স্ফুলিঙ্গ ছাড়বে।" (৭৭ঃ ৩২) এ প্রসঙ্গে তিনি বলেন, আমি বলি না বৃক্ষের মত। তবে প্রাসাদও শহরের মত।
(বায়হাকী গ্রহণযোগ্য একটি সনদে হাদীসটি বর্ণনা করেছেন। এ হাদীসের সনদে খাদীজ ইবন মু'আবিয়া নামক
একজন সন্দিগ্ধ রাবী রয়েছে। তবে আবূ হাতিম তাঁর প্রতি আস্থা ব্যক্ত করেছেন।)
(বায়হাকী গ্রহণযোগ্য একটি সনদে হাদীসটি বর্ণনা করেছেন। এ হাদীসের সনদে খাদীজ ইবন মু'আবিয়া নামক
একজন সন্দিগ্ধ রাবী রয়েছে। তবে আবূ হাতিম তাঁর প্রতি আস্থা ব্যক্ত করেছেন।)
كتاب صفة الجنة والنار
فصل فِي ظلمتها وسوادها وشررها
5586- وَعَن عَلْقَمَة عَن ابْن مَسْعُود رَضِي الله عَنهُ إِنَّهَا ترمي بشرر كالقصر
وَفِي رِوَايَة لَا يطفأ لهبها المرسلات 23 قَالَ أما إِنِّي لست أَقُول كالشجرة وَلَكِن كالحصون والمدائن
رَوَاهُ الْبَيْهَقِيّ بِإِسْنَاد لَا بَأْس بِهِ فِيهِ خديج بن مُعَاوِيَة وَقد وَثَّقَهُ أَبُو حَاتِم
وَفِي رِوَايَة لَا يطفأ لهبها المرسلات 23 قَالَ أما إِنِّي لست أَقُول كالشجرة وَلَكِن كالحصون والمدائن
رَوَاهُ الْبَيْهَقِيّ بِإِسْنَاد لَا بَأْس بِهِ فِيهِ خديج بن مُعَاوِيَة وَقد وَثَّقَهُ أَبُو حَاتِم