আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

২৬. অধ্যায়ঃ জান্নাত ও জাহান্নামের বর্ণনা

হাদীস নং: ৫৫৮৫
অধ্যায়ঃ জান্নাত ও জাহান্নামের বর্ণনা
পরিচ্ছেদ: জাহান্নামের অন্ধকার, কৃষ্ণতা ও স্ফুলিঙ্গের বর্ণনা
৫৫৮৫. তাঁরই থেকে বর্ণিত। তিনি বলেন, রাসুলুল্লাহ্ (ﷺ) এ আয়াতটি তিলাওয়াত করলেন: وَقُودُهَا النَّاسُ وَالْحِجَارَةُ "জাহান্নামের ইন্ধন হবে মানুষ ও পাথর।" (২: ২৪, ৬৬ঃ ৬) তারপর বললেন, জাহান্নামের আগুন তাকে হাজার বছর ধরে প্রজ্জলিত রাখা হয়েছে, ফলে তা লাল বর্ণ ধারণ করেছে, আরও এক হাজার বছর প্রজ্বলিত রাখা হয়েছে, ফলে সাদা বর্ণ ধারণ করেছে। তারপর আরও এক হাজার বছর ধরেত প্রজ্জলিত রাখা হয়েছে, ফলে তা কালো বর্ণ ধারণ করেছে। সুতরাং জাহান্নামের আগুন অন্ধকার কালো, তার শিখা আলো দেয় না। অপর এক রিওয়ায়েতে আছে, "আর শিখা নিভানো যায় না।"
(বায়হাকী ও ইস্পাহানী হাদীসটি বর্ণনা করেছেন। হাদীসটি পূর্বে উল্লেখিত হয়েছে।)
كتاب صفة الجنة والنار
فصل فِي ظلمتها وسوادها وشررها
5585- وَرُوِيَ عَنهُ أَيْضا رَضِي الله عَنهُ قَالَ تَلا رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم هَذِه الْآيَة وقودها النَّاس وَالْحِجَارَة الْبَقَرَة 42 وَالتَّحْرِيم 6 فَقَالَ أوقد عَلَيْهَا ألف عَام حَتَّى احْمَرَّتْ وَألف عَام حَتَّى ابْيَضَّتْ وَألف عَام حَتَّى اسودت فَهِيَ سَوْدَاء مظْلمَة لَا يضيء لهبها

رَوَاهُ الْبَيْهَقِيّ والأصبهاني وَتقدم
tahqiqতাহকীক:তাহকীক চলমান
আত্-তারগীব ওয়াত্-তারহীব - হাদীস নং ৫৫৮৫ | মুসলিম বাংলা