আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
২৬. অধ্যায়ঃ জান্নাত ও জাহান্নামের বর্ণনা
হাদীস নং: ৫৬১২
অধ্যায়ঃ জান্নাত ও জাহান্নামের বর্ণনা
পরিচ্ছেদ: জাহান্নামের সাপ-বিচ্ছুর বর্ণনা
৫৬১২. হযরত ইয়াযীদ ইবন শাজারাহ (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, জাহান্নামের বহু কূপ রয়েছে। প্রতিটি কূপে সমুদ্রের কিনারার মত কিনারা রয়েছে। তাতে থাকে বহু কীট ও উটের ষাড়ের মত সাপ এবং অনুগত খচ্চরের মত বিচ্ছু। যখন জাহান্নামীগণ একটু লঘুত্ব প্রার্থনা করবে, তখন বলা হবে, তোমরা কিনারার দিকে বেরিয়ে এসো। তখন এসব কীট তাদের ঠোঁট ও পার্শ্ব ও আল্লাহর যা ইচ্ছা তা ধরবে এবং তাদের চামড়া ছিলে ফেলবে। এরপর তারা ফিরে যাবে এবং গভীর আগুনে ধাবিত হবে। তাদের শরীরে চর্মরোগ লাগিয়ে দেওয়া হবে। ফলে তাদের প্রত্যেকে নিজের চামড়া এভাবে চুলকাবে যে, তাঁর হাঁড় প্রকাশ পেয়ে যাবে। জিজ্ঞেস করা হবে, হে অমুক! তোমরা কি এতে কষ্ট হচ্ছে? সে বলবে জ্বী হ্যাঁ। তখন তাকে বলা হবে, এ শাস্তি একারণে যে, তুমি মু'মিনদেরকে কষ্ট দিতে।
(ইবন আবিদ দুনিয়া হাদীসটি বর্ণনা করেছেন।
[হাফিয (র) বলেন], ইয়াযীদ ইব্ন শাজারাহ রাহাবীর সাহাবী হওয়ার ব্যাপারে দ্বিমত রয়েছে। আল্লাহই সর্বাধিক জ্ঞাত।)
(ইবন আবিদ দুনিয়া হাদীসটি বর্ণনা করেছেন।
[হাফিয (র) বলেন], ইয়াযীদ ইব্ন শাজারাহ রাহাবীর সাহাবী হওয়ার ব্যাপারে দ্বিমত রয়েছে। আল্লাহই সর্বাধিক জ্ঞাত।)
كتاب صفة الجنة والنار
فصل فِي ذكر حَيَاتهَا وعقاربها
5612- وَعَن يزِيد بن شَجَرَة قَالَ إِن لِجَهَنَّم لجبابا فِي كل جب ساحلا كساحل الْبَحْر فِيهِ هوَام وحيات كالبخاتي وعقارب كالبغال الذل فَإِذا سَأَلَ أهل النَّار التَّخْفِيف قيل اخْرُجُوا إِلَى السَّاحِل فتأخذهم تِلْكَ الْهَوَام بشفاههم وجنوبهم وَمَا شَاءَ الله من ذَلِك فتكشطها فيرجعون فيبادرون إِلَى مُعظم النيرَان ويسلط عَلَيْهِم الجرب حَتَّى إِن أحدهم ليحك جلده حَتَّى يَبْدُو الْعظم فَيُقَال يَا فلَان هَل يُؤْذِيك هَذَا فَيَقُول نعم فَيُقَال لَهُ ذَلِك بِمَا كنت تؤذي الْمُؤمنِينَ
رَوَاهُ ابْن أبي الدُّنْيَا
قَالَ الْحَافِظ وَيزِيد بن شَجَرَة الرهاوي مُخْتَلف فِي صحبته وَالله أعلم
رَوَاهُ ابْن أبي الدُّنْيَا
قَالَ الْحَافِظ وَيزِيد بن شَجَرَة الرهاوي مُخْتَلف فِي صحبته وَالله أعلم