আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

২৬. অধ্যায়ঃ জান্নাত ও জাহান্নামের বর্ণনা

হাদীস নং: ৫৬১৩
অধ্যায়ঃ জান্নাত ও জাহান্নামের বর্ণনা
পরিচ্ছেদ: জাহান্নামের সাপ-বিচ্ছুর বর্ণনা
৫৬১৩. হযরত ইবন মাসউদ (রা) থেকে আল্লাহ তা'আলার বাণী :زِدْنَاهُمْ عَذَابًا فَوْقَ الْعَذَابِ "তাদেরকে আমি আযাবের উপর আযাব বৃদ্ধি করে দেব।" (১৬: ৮৮) প্রসঙ্গে বর্ণিত। তিনি বলেন, তাদেরকে অনেক বিচ্ছু বৃদ্ধি করে দেওয়া হবে। সেগুলোর সম্মুখের দাঁত হবে বড় খেজুর গাছের মত।
(আবু ইয়া'লা ও হাকিম মাওকুফ সূত্রে হাদীসটি বর্ণনা করেছেন। হাকিম বলেন, হাদীসটি বুখারী ও মুসলিমের শর্ত অনুযায়ী সহীহ।)
كتاب صفة الجنة والنار
فصل فِي ذكر حَيَاتهَا وعقاربها
5613- وَعَن ابْن مَسْعُود رَضِي الله عَنهُ فِي قَوْله تَعَالَى زدناهم عذَابا فَوق الْعَذَاب النَّحْل 88 قَالَ زيدوا عقارب أنيابها كالنخل الطوَال

رَوَاهُ أَبُو يعلى وَالْحَاكِم مَوْقُوفا وَقَالَ صَحِيح على شَرط الشَّيْخَيْنِ
tahqiqতাহকীক:তাহকীক চলমান
আত্-তারগীব ওয়াত্-তারহীব - হাদীস নং ৫৬১৩ | মুসলিম বাংলা