আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
২৬. অধ্যায়ঃ জান্নাত ও জাহান্নামের বর্ণনা
হাদীস নং: ৫৬৩০
অধ্যায়ঃ জান্নাত ও জাহান্নামের বর্ণনা
পরিচ্ছেদ: জাহান্নামীদের দেহাকৃতি বড় হওয়া ও তাদের কুৎসিত হওয়ার বর্ণনা
৫৬৩০. তাঁর সূত্রে নবী (ﷺ) থেকে বর্ণিত। তিনি বলেন, জাহান্নামীদের দেহ এত বিশাল হবে যে, তাদের প্রত্যেকের কানের লতি থেকে তার কাঁধ পর্যন্ত সাতশ বছরের দূরত্ব হবে। তার চামড়া সত্তর হাত মোটা হবে এবং তার পেষন দাঁত হবে উহুদ পাহাড়ের মত।
(আহমাদ ও তাবারানী 'আল কাবীর' ও 'আওসাতে' হাদীসটি বর্ণনা করেছেন। এর সনদ হাসানের কাছাকছি।)
(আহমাদ ও তাবারানী 'আল কাবীর' ও 'আওসাতে' হাদীসটি বর্ণনা করেছেন। এর সনদ হাসানের কাছাকছি।)
كتاب صفة الجنة والنار
فصل فِي عظم أهل النَّار وقبحهم فِيهَا
5630- وَعنهُ أَيْضا رَضِي الله عَنهُ عَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم قَالَ يعظم أهل النَّار فِي النَّار حَتَّى إِن بَين شحمة أذن أحدهم إِلَى عَاتِقه مسيرَة سَبْعمِائة عَام وَإِن غلظ جلده سَبْعُونَ ذِرَاعا وَإِن ضرسه مثل أحد
رَوَاهُ أَحْمد وَالطَّبَرَانِيّ فِي الْكَبِير والأوسط وَإِسْنَاده قريب من الْحسن
رَوَاهُ أَحْمد وَالطَّبَرَانِيّ فِي الْكَبِير والأوسط وَإِسْنَاده قريب من الْحسن